কেন্দ্রীয় ব্যাংকের দুই ডেপুটি গভর্নরের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। কাজী ছাইদুর রহমানের দায়িত্বে থাকা আটটি বিভাগ এখন থেকে দেখবেন আবু ফরাহ মো. নাছের। এর মধ্যে বর্তমান সময়ের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনা ও বিক্রির দায়িত্বে থাকা ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগও রয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে আদেশ জারি করেছে।

বাংলাদেশ ব্যাংকের চারজন ডেপুটি গভর্নরের মধ্যে আহমেদ জামালের দায়িত্বে আগের ১৩টি বিভাগ রাখা হয়েছে। একেএম সাজেদুর রহমানেরও আগের ১২টি বিভাগে বহাল আছেন। তবে ডেপুটি কাজী ছাইদুর রহমানের দায়িত্বে থাকা ফরেপ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট, ব্যাংক পরিদর্শন বিভাগ-৪ এবং ৭, কারেন্সি ম্যানেজমেন্ট, বৈদেশিক মুদ্রা বিনিয়োগ, সিআইবি ও বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি এই আটটি বিভাগের পাশাপাশি ব্যাংকিং প্রবিধি ও নীতিএবং এসএমএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ দেখবেন আবু ফরাহ মো. নাছের।

আর এতদিন আবু ফরাহ মো. নাছেরের দায়িত্বে থাকা ফিন্যান্সিয়াল স্টাবিলিটি, এনএফআইএস, এফএসএসএসপি, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, ডিপোজিট ইন্স্যুরেন্স, এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ১ ও ২, আইন বিভাগ এবং ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্সের দায়িত্ব দেওয়া হয়েছে কাজী ছাইদুর রহমানকে।