দেশের বাজারে জি-টাইড ব্র্যান্ডের ব্লুটুথ কলিং স্মার্ট ওয়াচ আনল মোশন ভিউ। 'জি-টাইড এস-১ লাইট' মডেলের স্মার্ট ওয়াচটিতে রয়েছে ৩০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, হার্টরেইট মনিটর, ঘুম পর্যবেক্ষণ, রক্তে অক্সিজেনের মাত্রা, দেহের তাপমাত্রা পরিমাপসহ নানা ফিচার। একবার ফুল চার্জে টানা সাত দিন ব্যবহার করা যাবে এটি। অ্যান্ড্রয়েড ও আইফোন সমর্থিত ঘড়িটির বিশেষত্ব হলো, এটিতে থাকা ব্লুটুথ কলিং ফিচার। মোবাইলে সংযুক্ত থাকা অবস্থায় সরাসরি এই ওয়াচ থেকেই কল রিসিভ বা কাউকে কল করা যাবে। এ ছাড়া ফোনে আসা সব নোটিফিকেশন স্মার্ট ওয়াচ থেকেই দেখা যাবে এবং প্রয়োজনে মেসেজের রিপ্লাইও করা যাবে। হরেক রকম সেন্সরযুক্ত জি-টাইড ব্র্যান্ডের এই স্মার্ট ওয়াচে ১০০টির বেশি নানা স্পোর্টস মোড যুক্ত করা আছে। ১২ মাসের ওয়ারেন্টি সুবিধাসহ স্মার্ট ওয়াচটির কালো রঙের ভার্সনটির দাম ৩ হাজার ৪৯০ টাকা ও গ্রে রঙের সংস্করণের দাম ৩ হাজার ৬৯০ টাকা। উভয় সংস্করণের সঙ্গে একটি অতিরিক্ত স্ট্রাপ ও একটি অফিসিয়াল টি-শার্ট বিনামূল্যে পাওয়া যাবে।

বিষয় : স্মার্ট ওয়াচ জি-টাইড ব্র্যান্ড ব্লুটুথ কলিং ওয়াচ

মন্তব্য করুন