- প্রযুক্তি
- গ্যালাক্সি এস২৩ আলট্রা উন্মোচিত
স্যামসাংয়ের ২০০ এমপি ক্যামেরার স্মার্টফোন
গ্যালাক্সি এস২৩ আলট্রা উন্মোচিত

২০০ মেগাপিক্সেলের চমক নিয়ে উন্মোচিত হয়েছে স্যামসাংয়ের গ্যালাক্সি এস২৩ সিরিজ। নতুন সিরিজটিতে তিন স্মার্টফোন এস২৩, গ্যালাক্সি এস২৩+ ও গ্যালাক্সি এস২৩ আলট্রা উন্মোচন করেছে স্যামসাং। নতুন এ ফোনে অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর এবং গরিলা গ্লাস ভিক্টাস ২-এর মতো ফিচার। গত বুধবার যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো থেকে ডিভাইসগুলো উন্মোচন করা হয়। স্যামসাংয়ের বাংলাদেশ কার্যালয় জানিয়েছে, দেশে দ্রুত গ্যালাক্সি এস২৩ আলট্রার প্রি-অর্ডার গ্রহণ শুরু হবে। গ্যালাক্সি এস২৩ সিরিজের মাধ্যমে স্যামসাং বাজারে নিয়ে এসেছে নতুন গরিলা গ্লাস ভিক্টাস ২। এটি হাত থেকে পড়ে গিয়ে ফোনের ক্ষতি হওয়া থেকে সুরক্ষা দেবে। গ্যালাক্সি এস২৩ আলট্রা, গ্যালাক্সি এস২৩+ ও গ্যালাক্সি এস২৩ ডিভাইসগুলোতে যথাক্রমে ৬.৮ ইঞ্চি, ৬.৬ ইঞ্চি ও ৬.১ ইঞ্চির স্ট্ক্রিন ব্যবহার করা হয়েছে। প্রতিটি ফোনেই রয়েছে অ্যান্ড্রয়েড ১৩, কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর, ১২জিবি এলপিডিডিআর৫এক্স র্যাম এবং ইউএফএস ৪.০ স্টোরেজ। গ্যালাক্সি এস২৩ আলট্রায় ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ছাড়াও রয়েছে ১২ এমপি এবং ১০ এক্স অপটিক্যাল জুমসহ ১০ এমপি টেলিফটো ক্যামেরা। দেশে গ্যালাক্সি এস২৩ আলট্রা ডিভাইসটি ১২/৫১২ জিবি স্টোরেজসহ পাওয়া যাবে। গ্যালাক্সি এস২৩ আলট্রায় থাকছে পাঁচ হাজার মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। আন্তর্জাতিক বাজারে এস ২৩ আলট্রার দাম ১২০০ ডলার, এস২৩+ সংস্করণের দাম এক হাজার ডলার এবং এস২৩ সংস্করণের দাম ৮০০ ডলার। তবে বাংলাদেশে অফিসিয়াল দাম এখনও ঘোষণা করা হয়নি।
মন্তব্য করুন