- প্রযুক্তি
- স্যামসাংয়ের নতুন ভুবন
স্যামসাংয়ের নতুন ভুবন

স্যামসাংয়ের গ্যালাক্সি ভুবনে যুক্ত হয়েছে নতুন স্মার্টফোন ও ল্যাপটপ। গত ১ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোর কার্যালয় থেকে নতুন ডিভাইস উন্মোচন করা হয়। বিশ্নেষকরা বলছেন, 'আনপ্যাকড' শীর্ষক অনুষ্ঠানে নতুন প্রজন্মের এসব ডিভাইস ছাড়ার ঘোষণা দেয় দক্ষিণ কোরিয়ান প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। কোম্পানিটি এনেছে তাঁদের ফ্ল্যাগশিপ সিরিজের স্মার্টফোন এস২৩, গ্যালাক্সি এস২৩+ ও গ্যালাক্সি এস২৩ আলট্রা স্মার্টফোন।
মূলত এস সিরিজের মাধ্যমে অ্যাপলের আইফোনের সঙ্গে টক্কর দিয়ে থাকে স্যামসাং। নতুন এ সিরিজের মাধ্যমে স্মার্টফোনে প্রথমবারের মতো ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সংযোজন করেছে কোম্পানিটি। গ্যালাক্সি এস৩ আল্ট্রা স্মার্টফোনে যুক্ত করা এ ক্যামেরায় রয়েছে আইসোসেল এইচপি২ সেন্সর যাতে আগের সংস্করণের চেয়ে দ্বিগুণ রেজ্যুলেশন পাওয়া যাবে।। পর্দার সুরক্ষায় রয়েছে গরিলা গ্লাস ভিক্টাস ২-এর মতো ফিচার।
স্যামসাংয়ের জন্য বিশেষভাবে তৈরি কোয়ালকমের সর্বশেষ প্রজন্মের ( ৮ জেন ২) চিপ ব্যবহূত হয়েছে গ্যালাক্সি এস২৩ সিরিজে। এতে ডিভাইস গতিময় হওয়ার সঙ্গে সঙ্গে আরও ভালো ছবি ও ভিডিও কোয়ালিটি মিলবে। ডিভাইসের এআই নির্ভর কার্যক্রমকেও গতিশীল করবে এ চিপ। গ্যালাক্সি এস২৩ আলট্রায় থাকছে ৫০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। পাশাপাশি থাকছে ফাস্ট ওয়্যারলেস চার্জিং ও রিভার্স ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা। আগের চেয়ে আরও দীর্ঘক্ষণ চার্জ ধারণ করবে ডিভাইসটি।
গ্যালাক্সি এস২৩ আলট্রা, গ্যালাক্সি এস২৩+ ও গ্যালাক্সি এস২৩ ডিভাইসগুলোতে যথাক্রমে ৬.৮ ইঞ্চি, ৬.৬ ইঞ্চি ও ৬.১ ইঞ্চির স্ট্ক্রিন ব্যবহার করা হয়েছে। দেশে গ্যালাক্সি এস২৩ আলট্রা ডিভাইসটি ১২/৫১২ জিবি স্টোরেজসহ পাওয়া যাবে। পাশাপাশি স্যামসাং এনেছে গ্যালাক্সি বুক থ্রি আল্ট্রা, গ্যালাক্সি বুক থ্রি প্রো এবং প্রো ৩৬০ মডেলের ল্যাপটপ। কোর আই ৭/৯ প্রসেসর চালিত এসব ল্যাপটপেও নতুনত্ব এনেছে কোম্পানিটি। স্যামসাংয়ের এ ফোনের দাম শুরু হবে ৮০০ ডলার থেকে এবং ল্যাপটপের দাম শুরু হবে দুই হাজার ৪০০ ডলার থেকে। আগামী ১৭ ফেব্রুয়ারি বাজারে মিলবে এসব ডিভাইস।
মন্তব্য করুন