তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের আইডিয়া প্রকল্প আয়োজিত 'হ্যাকারওয়ান বাগ হান্ট ২০২৩' শীর্ষক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে 'নাইটমেয়ার্স' দল। চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে ২৫ হাজার টাকা। এ ছাড়া দ্বিতীয় স্থান অর্জন করেছে 'অসরাফি'। তৃতীয় স্থান অর্জন করেছে 'টবি' দল। দ্বিতীয় ও তৃতীয় সেরাকে যথাক্রমে ১৫ হাজার ও ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়েছে।

গত শনিবার আয়োজিত এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী পর্বে উপস্থিত ছিলেন কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার, আইডিয়া প্রকল্প পরিচালক আলতাফ হোসেন, ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকো-সিস্টেম প্রকল্প পরিচালক আবুল ফাতাহ মো. বালিগুর রহমান, ইস্টার্ন ব্যাংকের হেড অব ইনফরমেশন সিকিউরিটি আবুল কালাম আজাদ, বিটলসের প্রধান সাইবার অপারেশন অফিসার শাহী মির্জা প্রমুখ।

ইথিক্যাল হ্যাকারদের অংশগ্রহণে দিনব্যাপী এই আয়োজনে সকাল থেকে শুরু হয় প্রতিযোগিতা। এতে সারাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২৫০ জনের বেশি ইথিক্যাল হ্যাকার অনলাইনে অংশ নেন। নির্বাচিত সেরা ৫০ জনকে নিয়ে আয়োজন করা হয় চূড়ান্ত রাউন্ড। এতে প্রতিযোগীরা সরাসরি ওয়েব প্ল্যাটফর্মের নিরাপত্তাজনিত ত্রুটি খুঁজে বের করেন। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ বিশেষ অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ ছাড়া অন্যান্য শীর্ষ ইথিক্যাল হ্যাকারকে দেওয়া হয় আরও ১ লাখ ৯ হাজার টাকার পুরস্কার।