- প্রযুক্তি
- ফরিদপুরে বাংলা ইশারা ভাষা দিবস পালন
ফরিদপুরে বাংলা ইশারা ভাষা দিবস পালন

ছবি- সমকাল।
'বাংলা ইশারা ভাষার প্রচলন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির জীবনমান উন্নয়ন' প্রতিপাদ্যে ফরিদপুরে নানা আয়োজনে বাংলা ইশারা ভাষা দিবস পালন করা হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বাকপ্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে বিদ্যালয় হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এ এস এম আলী আহসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার পিএএ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. লিটন আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, ফরিদপুর মুসলিম মিশনের সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ সামাদ, ফরিদপুর ডায়াবেটিক সমিতির সম্পাদক অধ্যাপক আব্দুস সামাদ, ফরিদপুর ডেভেলপমেন্ট এজেন্সি (এফডিএ) এর নির্বাহী পরিচালক মো. আজহারুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল হুদা প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী কাউছার উদ্দিন।
মন্তব্য করুন