- প্রযুক্তি
- গুগল আনছে চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী 'বার্ড'
গুগল আনছে চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী 'বার্ড'

মাইক্রোসফটের চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর চ্যাটবট আনার ঘোষণা দিয়েছে গুগল। গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই গতকাল মঙ্গলবার এক ব্লগপোস্টে 'বার্ড' নামে চ্যাটবট আনার ঘোষণা দেন। অচিরেই উন্মোচিত হবে বার্ড। তবে গুগলের এআইভিত্তিক এই পরিষেবার কী কী ফিচার থাকছে- তা উল্লেখ করলেও সুন্দর পিচাই বলেন, সৃজনশীল মাধ্যম হিসেবে দারুণ সহায়ক হবে 'বার্ড'। অবশ্য দুই বছর আগে ল্যাম্বডা নামে চ্যাটবট বাজারে ছেড়েছিল গুগল। 'বার্ড' ল্যাম্বডারই আপডেটেড সংস্করণ। এরই মধ্যে বার্ডের পরীক্ষামূলক সংস্করণে তার উত্তর দেওয়ার ধরন সম্পর্কে জানা গেছে। ধারণা করা হচ্ছে, বার্ড চ্যাটজিপিটিকে সত্যিই চ্যালেঞ্জ জানাতে সক্ষম হবে। এদিকে গুগলের সার্চ ইঞ্জিনে নতুন এআই টুল চালুর ইঙ্গিত দিয়েছেন তিনি। নতুন এই এআই টুল সার্চ ইঞ্জিনটিকে জটিল প্রশ্ন তুলনামূলক সহজ উপায়ে বুঝতে সহায়তা করবে। এর ফলে গুগল সার্চিংয়ে আরও ভালো ফল পাওয়া যাবে। এদিকে গুগল সিইও কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার সম্পর্কে ওই পোস্টে আবারও স্মরণ করিয়ে দেন। এ ব্যাপারে গুগল সতর্ক থাকবে বলেও জানান তিনি।
মন্তব্য করুন