প্রযুক্তির কল্যাণে নিজস্ব দক্ষতা কাজে লাগিয়ে আয় করছেন তরুণরা। দেশের ফ্রিল্যান্সিং অ্যান্ড আউটসোর্সিংয়ে স্বপ্নবাজ তরুণদেরই একজন মিনহাজুল আসিফ। যিনি কোডম্যানবিডির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী।

মিনহাজুল আসিফ রাজ্যের পরিশ্রম আর ত্যাগের বিনিময়ে আজকের অবস্থানে এসেছেন। আহছানউল্লা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশনের পর স্বপ্ন দেখেছিলেন একজন উদ্যোক্তা হওয়ার। শুধু তাই নয়, দেশের মানুষের জন্য ভালো কিছু করার শপথও করেন তিনি।

গ্র্যাজুয়েশন শেষে দীর্ঘ ৯ বছর দেশের স্বনামধন্য মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করার পর ধীরে ধীরে নিজের স্বপ্ন বাস্তবায়নে হাত দেন। বর্তমানে সফল উদ্যোক্তা হিসেবে ই-লার্নিং সেক্টরে কাজ করে নিজের ও দেশের সুনাম অর্জন করে চলেছেন। চাকরির পাশাপাশি ২০১২ সাল থেকে ওয়েব ডেভেলপমেন্ট, লিড জেনারেশন, এথিক্যাল হ্যাকিং ও সাইবার সিকিউরিটি নিয়ে ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে কাজ শুরু করেন। পরবর্তীকালে চাকরি ছেড়ে ফুলটাইম ফ্রিল্যান্সিংয়ে কাজ শুরু করেন। ফলে ২০১৪ সালে শুরু হয় কোডম্যানবিডির যাত্রা।

মিনহাজুল আসিফের কোডম্যানবিডি অসংখ্য তরুণের স্বপ্নজয়ে কাজ করে যাচ্ছে। এখানে শিক্ষার্থীদের দক্ষতা বাড়িয়ে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে যুক্ত করা হচ্ছে। এই প্রতিষ্ঠানে বর্তমানে দুইশর বেশি ব্যাচ চলমান এবং ১০ হাজারের বেশি শিক্ষার্থী দক্ষতা অর্জন করে চলেছেন। বর্তমানে কোডম্যানবিডিতে মিনহাজুল আসিফের অধীনে ২৫ জনের বেশি তরুণ কাজ করছেন, যাঁরা অসংখ্য শিক্ষার্থীর দারিদ্র্য দূরীকরণে ভূমিকা রাখছেন এবং তৈরি করেছেন এক হাজারের বেশি ফ্রিল্যান্স উদ্যোক্তা। এ ছাড়া যেসব শিক্ষার্থী ভালো করছেন, তাঁদের নিয়ে মিনহাজুল আসিফ প্রতিষ্ঠা করেন ওয়েব ব্যাটালিয়ন এজেন্সি। যেখানে দেশ-বিদেশের অসংখ্য ক্লায়েন্টের সঙ্গে তাঁর টিম কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত।

মিনহাজুল আসিফের মেন্টরিং শুধু দেশে সীমাবদ্ধ নেই। ভারত, পাকিস্তান, সৌদি আরবসহ অসংখ্য দেশের শিক্ষার্থী অনলাইনে ডিসট্যান্স লার্নিংয়ের মাধ্যমে তাঁর কাছ থেকে প্রশিক্ষণ নিচ্ছেন। তিনি সরকারি লার্ন অ্যান্ড আর্ন প্রোগ্রাম, ই-লার্নিং প্ল্যাটফর্ম ইউডেমিতে সফল প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। ২০১৬ সালে ইউএনডিপির অধীনে তিনি অনলাইনে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং প্রশিক্ষণ দিয়েছেন ইরাকের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের।

সম্প্রতি কোডম্যানবিডি ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং সেক্টরে সফল উদ্যোক্তা তৈরির স্বীকৃতিস্বরূপ বেস্ট ই-লার্নিং প্ল্যাটফর্ম হিসেবে রাইজি ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২২ পেয়েছে। মিনহাজুল আসিফের এই বহুমুখী পদচারণা দেশের বেকারত্ব দূরীকরণের পাশাপাশি তরুণদের মাঝে অনন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।