চীনা প্রযুক্তি কোম্পানি রিয়েলমি এবার উন্মোচন করেছে কোকা-কোলা ব্র্যান্ড নামে নতুন স্মার্টফোন। রিয়েলমি১০ প্রো ফাইভজি নামে এ মডেলটি সীমিত সংখ্যক বিশ্ববাজারে যাবে। ফোনের বিশেষত্ব হচ্ছে, এর অনন্য ডিজাইন। ফোনটির পেছনে রয়েছে বড় করে লেখা কোকা-কোলার লোগো, সামনেও রয়েছে কোকা-কোলার ছোঁয়া। অ্যান্ড্রয়েড ১৩ চালিত ডিভাইসটিতে ব্যবহূত হয়েছে ৬.৫২ ইঞ্চি ডিসপ্লে, অক্টাকোর প্রসেসর, মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ চিপসেট, ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৫০০০ এমএএইচ ব্যাটারি। ১০৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা সংবলিত ডিভাইসটির দাম পড়বে আনুমানিক ৩০ হাজার টাকা।