মানবকল্যাণে ১৯৫ কোটি ডলারের শেয়ার ছাড়লেন ইলন মাস্ক

প্রযুক্তি প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | ০৬:৩০
১৯৫ কোটি ডলার সমমূল্যের শেয়ার মানবকল্যাণে ছেড়ে দিয়েছেন টেসলা ও টুইটারপ্রধান ইলন মাস্ক। বিশ্বের অন্যতম এ শীর্ষ ধনকুবের গত বছর টেসলা থেকে এ পরিমাণ অর্থের শেয়ার দাতব্য সংস্থায় দান করেছেন। মার্কিন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া নথিতে মাস্কের ১ কোটি ১৬ লাখ ডলারের অনুদান 'সত্যিকারের উপহার' হিসেবে বর্ণনা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে জমা দেওয়া নথিতে দেখা গেছে, গত বছরের আগস্ট থেকে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এ অনুদান দেওয়া হয়েছে।
বিবিসি এক প্রতিবেদনে মাস্কের অনুদানের বিষয়টি নিশ্চিত করলেও কোথায় বা কাকে অনুদান দেওয়া হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি। মাস্ক এর আগেও একাধিকবার দাতব্য সংস্থায় মোটা অঙ্কের অর্থ দান করেছেন। ২০২১ সালে প্রায় ৫৭৪ কোটি ডলারের টেসলা শেয়ার অনুদান হিসেবে হস্তান্তর করেছেন তিনি। এ ছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্কুলেও দান করে থাকেন তিনি। এ দাতব্য কাজের বিষয়ে চেষ্টা করেও ইলন মাস্কের বক্তব্য নিতে পারেনি বিবিসি। গত বুধবার ইলন মাস্ক টুইটারের শীর্ষ পদে নতুন পদায়নের বিষয়ে বলেন, আশা করছি, চলতি বছরের শেষ নাগাদ টুইটারের প্রধান নির্বাহী হিসেবে নতুন কাউকে দেখা যাবে। এ বিষয়ে আমাদের পরিকল্পনা রয়েছে এবং সেভাবেই আমরা এগোচ্ছি। তবে নতুন নিয়োগদানের আগ পর্যন্ত তিনিই এ দায়িত্ব চালিয়ে যাবেন।
- বিষয় :
- ইলন মাস্ক
- টেসলা
- টুইটারপ্রধান
- মানবকল্যাণ