- প্রযুক্তি
- সাড়ে আট হাজার কর্মী ছাঁটাই করছে এরিকসন
সাড়ে আট হাজার কর্মী ছাঁটাই করছে এরিকসন

প্রযুক্তি কোম্পানিতে চলছে ছাঁটাইয়ের হিড়িক। বিশ্বব্যাপী ছাঁটাই আতঙ্কে ভুগছেন প্রযুক্তি কর্মীরা। শীর্ষ প্রযুক্তি জায়ান্ট গুগল, মেটা, মাইক্রোসফট, অ্যামাজনের হাত ধরে ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে এরিকসন।
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সুইডেনভিত্তিক টেলিকম পণ্য নির্মাতা কোম্পানিটি সাড়ে আট হাজার কর্মী ছাঁটাই করবে।
গত বছরের শেষ দিকে বিশ্বজুড়ে এরিকসনের মোট কর্মী ছিল ১ লাখ ৫ হাজার। বিশ্ব মন্দার অজুহাতে প্রযুক্তি কোম্পানিগুলো ছাঁটাই করছে। এরিকসনও ব্যক্তিক্রম নয়। খরচ কমিয়ে আনতে ছাঁটাই করছে কোম্পানিটি।
টেলিকম বাণিজ্যে ফাইভজি সেবা প্রত্যাশা অনুযায়ী বিক্রি না হওয়ায় আয় কমেছে কোম্পানিটির। পাশাপাশি রয়েছে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা এবং ক্রমবর্ধমান মূল্যস্ফীতি।
এরিকসনের মুখপাত্র জানিয়েছেন, পর্যাক্রমে ছাঁটাই প্রক্রিয়া বাস্তবায়ন করা হবে। চলতি বছরে প্রথমার্ধে অধিকাংশ কর্মী ছাঁটাই করা হবে। আগামী বছরও কর্মী ছাঁটাই করবে কোম্পানিটি।
মন্তব্য করুন