বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরামের (বিআইজিএফ) উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী সপ্তম বাংলাদেশ স্কুল অব ইন্টারনেট গভর্ন্যান্স (বিডিসিগ) সম্মেলন। এ আয়োজনের প্রথম তিনটি সেশন অনুষ্ঠিত হয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সাভার ক্যাম্পাসে। দ্বিতীয় ও তৃতীয় দিনের আয়োজন ছিল ঢাকার ওয়াইডব্লিউসিএ সম্মেলন কক্ষে। এতে স্মার্ট বাংলাদেশ, ইন্টারনেট গভর্ন্যান্স, ডিজিটাল গভর্ন্যান্স, ভাষা প্রক্রিয়াকরণে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডাটা সায়েন্স, অগমেন্টেড রিয়েলিটি ও ভার্চুয়াল রিয়েলিটি, ফ্রিল্যান্সিং, ডিজিটাল ইকোনমি, ডিজিটালবিষয়ক আইন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট প্রভৃতি বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরামের চেয়ারপারসন হাসানুল হক ইনু এমপি বলেন, সবার কাছে তথ্যপ্রযুক্তির সুবিধা পৌঁছে দিতে ডিজিটাল বৈষম্য দূর করতে হবে। তিনি ইন্টারনেটকে মৌলিক মানবাধিকার হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবি জানান ।

অনুষ্ঠানে বিভিন্ন পর্বে আলোচনায় অংশ নেন ডিআইইউ উপাচার্য অধ্যাপক ড. এম. লুৎফর রহমান, বিআইজিএফের অন্যতম প্রতিষ্ঠাতা এএইচএম বজলুর রহমান, বিআইজিএফ মহাসচিব মোহাম্মদ আবদুল হক অনু প্রমুখ।

বিষয় : ইন্টারনেট গভর্ন্যান্স নিয়ে সম্মেলন

মন্তব্য করুন