দেশের বাজারে ১০০ মেগাপিক্সেল ফোন নিয়ে এসেছে অপো। সম্প্রতি রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অপো রেনো ৮টি মডেলের স্মার্টফোন উন্মোচন করেন জাতীয় ক্রিকেটার সাকিব আল হাসান। অনুষ্ঠানে অপোর অথরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং জানান, ডিভাইসটির ৪০এক্স মাইক্রোলেন্সসহ ১০০ মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা ব্যবহারকারীদের নতুন অভিজ্ঞতা দেবে।

সেলফি তোলার জন্য ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেল ডেপ্থ ক্যামেরা। ফটোগ্রাফিতে আছে বোকেহ ফ্লেয়ার পোর্ট্রেট, সেলফি এইচডিআর এবং এআই পোর্ট্রেট রিটাচিংয়ের মতো ফিচার। অ্যান্ড্রয়েড ১৩ নির্ভর কালার ওএস১৩ চালিত ডিভাইসটিতে রয়েছে মিডিয়াটেকের হেলিও চিপসেট, অকটাকোর প্রসেসর, মালি জি৫৭ জিপিইউ, ৮ জিবি র‍্যাম, ২৫৬ জিবি স্টোরেজ। ফাইবারগ্লাস-লেদার স্টিচ ডিজাইনের ডিভাইসটিতে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৫ এবং ৯০ হার্জ রিফ্রেশ রেটসমৃদ্ধ ৬.৪৩ ইঞ্চি সার্টিফায়েড এসজিএস আই কেয়ার ডিসপ্লে। সানসেট অরেঞ্জ ও স্টারি ব্ল্যাক– এ দুটি রঙে পাওয়া যাচ্ছে। ৩৩ ওয়াট সুপারভুক, ৫০০০ এমএএইচ ব্যাটারিসহ দাম ৩২ হাজার ৯৯০ টাকা। ডিভাইসটির প্রি-অর্ডার চলছে। প্রি-অর্ডার করা গ্রাহকরা পাবেন রেনো এইটটি গিফট বক্স, তিন মাসের ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট সুবিধা এবং ইন্টারনেট বান্ডেল অফার। এ ছাড়া রয়েছে অতিরিক্ত ৫ হাজার টাকার এক্সচেঞ্জ অফার। 

বিষয় : অপোর ১০০ এমপি ক্যামেরার ফোন উন্মোচিত

মন্তব্য করুন