- প্রযুক্তি
- ভবন মালিক দুই ভাইয়ের দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়েছে পুলিশ
গুলিস্তানে বিস্ফোরণ
ভবন মালিক দুই ভাইয়ের দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়েছে পুলিশ

ছবি- সমকাল
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দু'জন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
ডিএমপির ওই দুই কর্মকর্তা সমকালকে বলেন, ভবন মালিক দুই ভাইয়ের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার প্রমাণ মিলেছে। তারা নিয়ম বহির্ভূতভাবে এবং অনুমতি ছাড়াই ওই ভবনের বেজমেন্টে স্যানিটারির শো-রুম ভাড়া দিয়েছেন। সেখানে ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা রাখা হয়নি।
তারা জানান, বেশ কিছু বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ঘটনায় মামলা হলে তাদের গ্রেপ্তার দেখানো হতে পারে।
গতকাল মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে সিদ্দিকবাজারের নর্থসাউথ রোডে অবস্থিত একটি সাততলা ভবনের বেজমেন্টে বিস্ফোরণ ঘটে।
এ ঘটনায় এখন পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। বিস্ফোরণে ৭ তলা ভবনের পাশে আরেকটি ৫ তলা ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো ভবন ধসে পড়েনি।
বিস্ফোরণের ঘটনায় ভবনটির মালিককে জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যেই হেফাজতে নিয়েছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গুলিস্তানে বিস্ফোরণ হওয়া ভবনটির মালিক ছিলেন রেজাউর রহমান নামে এক ব্যক্তি। তিনি মারা যাওয়ার পর তিন ছেলে ওয়াহিদুর রহমান, মশিউর রহমান ও মতিউর রহমান ভবনটির মালিক হন।
এদের মধ্যে বড় ভাই ওয়াহিদুর রহমান ও ছোটো ভাই মতিউর রহমান ওই ভবনটি পরিচালনা করতেন। মেজো ভাই মশিউর রহমান দেশের বাহিরে লন্ডনে বসবাস করেন। এর মধ্যে ওয়াহিদুর রহমানকে হেফাজতে নেয় ডিবি পুলিশ।
মন্তব্য করুন