- প্রযুক্তি
- বিয়ের নামে প্রতারণা: সাবেক মুঠোফোন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন
বিয়ের নামে প্রতারণা: সাবেক মুঠোফোন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন

‘আইনবহির্ভূতভাবে ও প্রতারণার আশ্রয় নিয়ে এক নারীর সঙ্গে আড়াই বছর সংসার করার’ অভিযোগে একটি মোবাইল ফোন অপারেটর কোম্পানির সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা এ এস এম আশরাফের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছেন আদালত।
বৃহস্পতিবার আদালত সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এর আগে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর এ আদেশ দেন। ওই ঘটনায় দায়ের করা নালিশি মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৪৯৩ ধারায় প্রাথমিক সত্যতা পেয়েছে বলে গত বছরের ১৫ সেপ্টেম্বর আদালতে প্রতিবেদন দাখিল করে।
এ ব্যাপারে ভুক্তভোগী জানান, অভিযোগ গঠনের মাধ্যমে আমার ন্যায়বিচার পাওয়ার পথ সুগম হলেও আমি উদ্বিগ্ন। আসামি প্রভাবশালী হওয়ায় বিচারকে ভিন্নখাতে প্রভাবিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ভুক্তভোগী বলেন, আগামী ৩ এপ্রিল এই মামলায় আদালতে সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য রয়েছে।
মন্তব্য করুন