ডেস্কটপ ও ল্যাপটপ ডিভাইসে সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ। সারাবিশ্বের জনপ্রিয় অপারেটিং সিস্টেমের প্রথম সারিতে রয়েছে উইন্ডোজ। সর্বশেষ হিসাব অনুযায়ী, বিশ্বে ৭৪ ভাগ ব্যবহারকারী অপারেটিং সিস্টেম হিসেবে মাইক্রোসফটের উইন্ডোজ ব্যবহার করেন। উইন্ডোজের সর্বশেষ সংস্করণ ২০২১ সালের ৫ অক্টোবর চালু হলেও প্রতিনিয়ত এতে যুক্ত হচ্ছে নতুন নতুন ফিচার। উইন্ডোজে কাজের গতি বাড়াতে এমন অনেক ফিচার আছে, যা অনেকেরই অজানা।

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর বিং চ্যাট অনুসন্ধান
অনলাইনে কোনো তথ্য অনুসন্ধানের জন্য আমাদের প্রয়োজন হয় একটি ব্রাউজার এবং একটি সার্চ ইঞ্জিন।    মাইক্রোসফট এজ, মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম বা অপেরার মতো জনপ্রিয় ব্রাউজার খুলে তার পর গুগলের সাহায্যে আমরা কাঙ্ক্ষিত তথ্য খুঁজে পাই। উইন্ডোজ ১১ ব্যবহারকারীরা এখন কোনো ব্রাউজার বা সার্চ ইঞ্জিনের সাহায্য ছাড়াই ব্যবহার করতে পারবেন। উইন্ডোজ ১১-এর টাস্কবারে এটি ডিফোল্টভাবে যুক্ত করা হয়েছে গত মাসে।

কম্পিউটার থেকে আইফোন পরিচালনা
অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা ডেস্কটপ বা ল্যাপটপের মাধ্যমে খুব সহজেই তাঁদের মোবাইল ফোন পরিচালনা করতে পারতেন। এবার উইন্ডোজ খুশির খবর জানিয়েছে আইফোন ব্যবহারকারীদের। গত ফেব্রুয়ারি মাসের নতুন আপডেট অনুযায়ী উইন্ডোজ ১১ ব্যবহারকারীরা কম্পিউটার থেকেই আইফোন পরিচালনা করতে সক্ষম হবেন। ফোনকল রিসিভ করা, মেসেজ পাঠানোসহ নানা কর্মকাণ্ড সম্পাদন করতে পারবেন ডেস্কটপ বা ল্যাপটপে বসেই।

স্নিপিং টুল ভিডিও রেকর্ডিং
উইন্ডোজ ব্যবহারকারীরা স্ক্রিনশট টুলস সম্পর্কে কমবেশি সবাই পরিচিত। কিন্তু ব্যবহারকারীদের সবচেয়ে বেশি সমস্যায় ফেলে যখন তাৎক্ষণিক কোনো ভিডিও রেকর্ডের প্রয়োজন হয়। এক্সট্রা সফটওয়্যার ইন্সটল করে ভিডিও রেকর্ড করতে হয়। গত মাসের উইন্ডোজ ১১ সংস্করণে এবার আপনি সহজেই ভিডিও রেকর্ড করতে পারবেন। উইন্ডোজের স্নিপিং টুলে ক্লিক করবেন আর শুরু হবে ভিডিও রেকর্ডিং। রেকর্ডিং শেষ হলে তা শেয়ারও করতে পারবেন সবার সঙ্গে।

বিদ্যুৎসাশ্রয়ী ফিচার
সারাবিশ্বে বিদ্যুৎ বিল বাড়ছে লাগামহীনভাবে। এখন প্রয়োজন পড়ছে বিদ্যুৎ সাশ্রয়ের। উইন্ডোজ ১১-এর নতুন সংস্করণে আপনি পাবেন বিদ্যুৎসাশ্রয়ী ফিচার। সেটিংস অপশনে গিয়ে পাওয়ার এবং ব্যাটারির এনার্জি সেভিংস বাটন অন করলেই বিদ্যুৎ খরচ অনেক কম হবে।

নতুন টাস্কবার
উইন্ডোজ ১১-তে ব্যবহারকারীরা কিছুটা হলেও ম্যাকবুকের অনুভূতি পাবেন। উইন্ডোজ ১১-এর এই নতুন সংস্করণে টাস্কবারে এসেছে বেশ কিছু অন্যতম পরিবর্তন। উইন্ডোজের মেন্যু ও টাস্কবারকে ঢেলে সাজানো হয়েছে। স্টার্ট মেন্যু ও টাস্কবারের অবস্থান পরিবর্তন করে মাঝখানে নিয়ে আসা হয়েছে, যা দেখতে অনেকটা অ্যাপলের ম্যাক ওএসের মতো।

ফাইল ম্যানেজারে ট্যাব
ওয়েব ব্রাউজারের মতো মাইক্রোসফটও উইন্ডোজ ১১-তে ফাইল ম্যানেজারে ফাইল ট্যাব যুক্ত করেছে। ফিচারটির মাধ্যমে একই সময়ে একাধিক ট্যাব এবং ড্রাইভার খোলা যাবে। ফিচারটির সহায়তায় ফাইল সাজানো এবং পরিচালনা আরও সহজ হবে।

নাইট লাইট
কম্পিউটারের আলো থেকে চোখকে সুরক্ষার জন্য আগে থেকেই উইন্ডোজের নাইট লাইট নামে একটা ফিচার ছিল। নতুন উইন্ডোজ ১১ সংস্করণে এ ফিচারটিকে মাইক্রোসফট আরও বর্ধিত করেছে।

স্মার্টঅ্যাপ কন্ট্রোল
উইন্ডোজ পিসিকে আক্রমণ এবং ম্যালওয়্যার থেকে সুরক্ষিত রাখতে এসেছে স্মার্টঅ্যাপ কন্ট্রোল ফিচার। নতুন ‘স্মার্টঅ্যাপ কন্ট্রোল’ ফিচার ক্ষতিকর এবং অনির্ভরযোগ্য সোর্সের অ্যাপকে ব্লক করে পিসিকে ম্যালওয়্যার থেকে সুরক্ষা দেয়। সিস্টেমের কর্মদক্ষতার ক্ষতি করতে পারে এমন অবাঞ্ছিত অ্যাপও এটি ব্লক করে দেয়।

মাউস ঘোরালেই উইন্ডো চালু
এটি খুবই দরকারি ফিচার। নতুন কোনো উইন্ডো খোলার জন্য এখন শুধু আপনাকে মাউসের কার্সর ঘোরালেই উইন্ডো খুলে যাবে। এতে বাড়তি ক্লিকের প্রয়োজন পড়বে না। এটি চালু করার জন্য কন্ট্রোল প্যানেলে গিয়ে মাউসের সেটিংস অবশ্যই চালু করে দিতে হবে।

এক্সবক্স গেমিং ফিচার
উইন্ডোজ ১১ সংস্করণে স্বয়ংক্রিয় এইচডিআর বৈশিষ্ট্যযুক্ত হয়েছে, যা গেমিং কনসোল সিরিজ এক্সবক্স এক্স-এসে পাওয়া যেত। এটি এইচডিআর সমর্থিত মনিটরে নতুন গেমিং অভিজ্ঞতা দেবে।

স্টার্ট মেন্যু ফোল্ডার
স্টার্ট মেন্যু ফোল্ডার ফিচারটি একই ধরনের অ্যাপ্লিকেশন এবং সফটওয়্যারকে একসঙ্গে একই ফোল্ডারে রাখতে পারবেন খুব সহজে। এটি অনেকটা স্মার্টফোনের হোমপেজে থাকা ফোল্ডারের মতো। ফিচারটি আপনার উইন্ডোজ ১১-এ পেতে ড্রাগ এবং ড্রপ করে শুধু একটি অ্যাপ আরেকটি অ্যাপের ওপর এনে ছেড়ে দিতে হবে। এতে করে নতুন একটি ফোল্ডার তৈরি হবে, যার মধ্যে একাধিক অ্যাপ রাখা যাবে।

নতুন মাইক্রোসফট স্টোর
উইন্ডোজ ১১-এর নতুন সংস্করণের মধ্যে মাইক্রোসফট স্টোরের অসাধারণ কিছু ফিচার নিয়ে এসেছে। নতুন উইন্ডোজ ১১-এর মাইক্রোসফট স্টোরে এসেছে পরিবর্তন, যাতে থাকছে আরও সুন্দর ডিজাইন ও ডেভেলপারদের আকৃষ্ট করার মতো সব ফিচার। নতুন এ মাইক্রোসফট স্টোর এখন থেকে অ্যামাজন অ্যাপস্টোরে থাকা অ্যান্ড্রয়েড অ্যাপগুলো সরাসরি ডাউনলোড করে ব্যবহার করা যাবে অ্যান্ড্রয়েড ১১-তে।

টিম চ্যাট ইন্টিগ্রেশন
উইন্ডোজ ১১-এর টাস্কবারের মধ্যেই মাইক্রোসফট টিমস রয়েছে। এটি ব্যবহারকারীকে বন্ধু, পরিবারসহ সহকর্মীদের সঙ্গে যুক্ত থাকতে সাহায্য করে।

ফোকাস সেশন
কাজকে গুছিয়ে সম্পাদন করতে আমরা অনেকেই টু-ডু লিস্টের বিভিন্ন অ্যাপস ব্যবহার করি। নতুন উইন্ডোজ ১১-এর ফোকাস সেশন ফিচারটি আপনাকে টু-ডু লিস্টের পাশাপাশি অ্যালার্ম এবং ঘড়ি অ্যাপকে সংযুক্ত করতে সহায়তা করবে। এটি ব্যবহারকারীর টু-ডু লিস্টের সঙ্গে লিঙ্ক করতে সাহায্য করে। এর ফলে আপনি আপনার কাজের অগ্রগতি পর্যবেক্ষণ কিংবা বিরতির সময়ও মনে করিয়ে দিতে পারবেন।