- প্রযুক্তি
- ইন্টারনেট ব্লকিং: আর্থিক ক্ষতি
ইন্টারনেট ব্লকিং: আর্থিক ক্ষতি

ডিজিটাল যুগে ইন্টারনেটকে বলা হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার পর ষষ্ঠ মৌলিক অধিকার। তবে নানা কারণে বিশ্বের বিভিন্ন দেশে ইন্টারনেটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে থাকে। বিশেষ করে ঠুনকো অজুহাতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ইন্টারনেটনির্ভর বিভিন্ন সেবা ব্লক করে রাখে অনেক রাষ্ট্র। এতে মূলত ক্ষতির মুখে পড়ে ওই রাষ্ট্র ও তাঁর জনগণই।
জরিপ প্রতিষ্ঠান স্ট্যাটিস্টা দেখিয়েছে, গত বছর সবচেয়ে বেশি ইন্টারনেট ব্লক রাখা দেশের মধ্যে যারা শীর্ষে ছিল, তারাই বেশি আর্থিক ক্ষতির মুখে পড়েছে। এ তালিকায় সবার উপরে রয়েছে রাশিয়ার নাম। ইউক্রেন আক্রমণের পর দেশটি ইন্টরনেট সেবার ওপর বলা যায় খড়্গ চালিয়েছে।
এরপরই রয়েছে ইরান, কাজাখস্তান, মিয়ানমার, উজবেকিস্তান ও আমাদের প্রতিবেশী ভারত। রাশিয়া এ সময়ে ইন্টারনেট ব্লক করে ১১৩ মিলিয়ন ডলার ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতের ক্ষতির পরিমাণ ১২ কোটি ৭০ লাখ ডলার।
মন্তব্য করুন