- প্রযুক্তি
- ২৬০ ওয়াটের ফাস্ট চার্জার এনেছে ইনফিনিক্স
২৬০ ওয়াটের ফাস্ট চার্জার এনেছে ইনফিনিক্স

২৬০ ওয়াটের ফাস্ট চার্জার বাজারে এনেছে ইনফিনিক্স। পাশাপাশি ১১০ ওয়াটের ওয়্যারলেস ফাস্ট চার্জারও উন্মোচন করেছে ইনফিনিক্স।
কোম্পানিটির দাবি, মাত্র সাড়ে ৭ মিনিটেই ফোনের চার্জ পূর্ণ করবে ২৬০ ওয়াটের এ চার্জার। মাত্র ১ মিনিটেই ফোন চার্জ করা যাবে শূন্য থেকে ২৫ শতাংশ পর্যন্ত। আর শূন্য থেকে সম্পূর্ণ চার্জ হতে সময় লাগবে মাত্র ৭ দশমিক ৫ মিনিট। ১১০ ওয়াটের ওয়্যারলেস ফাস্ট চার্জার দিয়ে ১৬ মিনিটে পুরো চার্জ করা যাবে ইনফিনিক্সের ফোন।
ইনফিনিক্সের ডেপুটি জেনারেল ম্যানেজার লিয়াং ঝ্যাং বলেন, এতে তারযুক্ত ও তারহীন ফাস্ট চার্জিং ছাড়াও আছে রিভার্স চার্জিং, বাইপাস চার্জিং এবং মাল্টি প্রটোকল চার্জিংয়ের মতো ব্যবস্থা। রিভার্স চার্জিং ব্যবস্থা থাকায় এখন থেকে ফোনই হবে পোর্টেবল চার্জার।
একই সঙ্গে নাইট চার্জিং ও বাইপাস চার্জিংয়ের মতো ইন্টেলিজেন্ট চার্জিং ব্যবস্থা এবং মনিটরিং ফিচারও থাকছে নিরাপদ চার্জিংয়ের জন্য। পাশাপাশি এই ফিচারগুলো ফোনের ব্যাটারির তাপমাত্রা কমিয়ে রাখে এবং ব্যাটারি লাইফ বাড়াতে সাহায্য করে।
মন্তব্য করুন