সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা আরও ১০ হাজার কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করছে। মঙ্গলবার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। তিনি বলেন, আগামী কয়েক মাসের মধ্যে এসব কর্মী ছাটাই করা হবে।

মার্ক জাকারবার্গ বলেন, আমরা এপ্রিলের শেষের দিকে আমাদের প্রযুক্তি গ্রুপগুলো পুনর্গঠন ও ছাঁটাই পরিকল্পনা করছি ও এরপর মে মাসের শেষের দিকে আমাদের ব্যবসায়িক গ্রুপগুলোতে।

তিনি আরও বলেন,  এই পরিবর্তন সম্পন্ন করতে  বছরের শেষ পর্যন্ত সময় লাগতে পারে।  সামগ্রিকভাবে ১০ হাজার কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করেছি। এছাড়া নিয়োগ হয়নি এমন পাঁচ হাজার জনের নিয়োগ বাতিলের সিদ্ধান্ত হয়েছে।

গত নভেম্বরে মেটা তাদের প্রায় ১৩ শতাংশ কর্মী বা ১১ হাজার কর্মী ছাঁটাই করে। এরপর মঙ্গলবার দ্বিতীয় দফায় কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিল প্রতিষ্ঠানটি।

মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের তথ্য অনুযায়ী, ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত মেটার কর্মী ছিল ৮৭ হাজার ৩১৪ জন। নভেম্বরে ১১ হাজার কর্মী ছাঁটাই ও মঙ্গলবারের ঘোষণা  অনুযায়ী ১০ হাজার কর্মী ছাঁটাই করলে মেটার কর্মী সংখ্যা প্রায় ৬৬ হাজারে নেমে আসবে।

গত বছর মাইক্রোসফট, অ্যামাজন টুইটার, স্ন্যাপসহ বেশ কয়েকটি প্রযুক্তি কোম্পানি নিজেদের লোকবল ছাঁটাই করছে। বন্ধ রেখেছে নতুন কর্মী নিয়োগও। উচ্চ সুদহার, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও ইউরোপে জ্বালানি সংকটের কারণে বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানগুলো।