- প্রযুক্তি
- রিলসে অর্থ পুরস্কার দেবে না মেটা
রিলসে অর্থ পুরস্কার দেবে না মেটা

ফেসবুক ও ইনস্টাগ্রামের স্বল্পদৈর্ঘ্যের ভিডিও ‘রিলস’-এর দর্শক সংখ্যার (ভিউ) ভিত্তিতে আর কোনো অর্থ দেবে না মেটা। ফেসবুক ও ইনস্টাগ্রামে ‘রিলস পে’ ফিচার বন্ধ করতে যাচ্ছে কোম্পানিটি। এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে, রিলস থেকে বোনাস আয়ের সুযোগ পাবেন না নির্মাতারা।
মূলত স্বল্পদৈর্ঘ্যের ভিডিও প্ল্যাটফর্ম টিকটককে টেক্কা দিতে ফেসবুক ও ইনস্টাগ্রামে ‘রিলস’ ফিচার চালু করে মেটা। আর রিলসের জনপ্রিয়তা বাড়াতে নির্দিষ্ট সংখ্যক দর্শকসংশ্লিষ্ট ভিডিও দেখার (ভিউ) ওপর ভিত্তি করে অর্থ দেওয়ার ঘোষণা দেয় মেটা। ‘রিলস পে’ শীর্ষক এ কার্যক্রমের আওতায় মোটা অংকের অর্থ বোনাস দেওয়ার প্রতিশ্রুতি দেয় কোম্পানিটি।
এতে বিজ্ঞাপন ও বাণিজ্যিক ভিডিও থেকে আয়ের পাশাপাশি জনপ্রিয় ভিডিও কনটেন্ট নির্মাতাদের বাড়তি উপার্জনের সুযোগ তৈরি হয়। বাড়তি অর্থ আয়ের সুযোগ থাকায় দ্রুত জনপ্রিয় হয় মেটার রিলস ফিচার। তবে রিলস পে বন্ধ করায় ভিডিওর ‘ভিউ’র হিসেবে কোনো অর্থ পাবেন না রিলস নির্মাতারা। অচিরেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।
মূলত নির্দিষ্ট সংখ্যক দর্শক রিলস ভিডিও দেখলেই নির্মাতাদের অর্থ দেয় মেটা। এ অর্থের পরিমাণ মোট ভিউ-এর ওপর নির্ভর করে। রিলস নির্মাতারা এ ঘোষণাকে দেখছেন ‘দুঃসংবাদ’ হিসেবে। জনপ্রিয় এক রিলস নির্মাতা বলেন, এটি খুবই হতাশাজনক। হঠাৎ করে এভাবে আয়ের সুযোগ বন্ধ করা প্রতারণার শামিল।
তবে মেটা জানাচ্ছে, আগের মতোই বিজ্ঞাপন বা অন্যান্য খাত থেকে রিলস থেকেও আয় করা যাবে। বর্তমানে ফেসবুকে ৯০ সেকেন্ড পর্যন্ত ভিডিও ধারণ করে রিলস হিসেবে প্রকাশ করা যায়।
মন্তব্য করুন