- প্রযুক্তি
- এনবিআরের সমালোচনা করলেন মোস্তাফা জব্বার
এনবিআরের সমালোচনা করলেন মোস্তাফা জব্বার

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। ফাইল ছবি
টেলিযোগাযোগ খাতে কর আদায়ের বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সমালোচনা করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
বৃহস্পতিবার এক কর্মশালায় তিনি বলেন, 'এনবিআরের চোখের সামনে দিয়ে মশা যায় সেটা খুব ভালো করেই দেখে, কিন্তু পেছন দিক দিয়ে যে হাতি এসে সর্বনাশ করে দিচ্ছে সেটা তাদের চোখে পড়ে না। কেবলমাত্র রাজস্ব আহরণের দিকে তাকানো শেখ হাসিনার সরকারের নীতিতে নেই। স্মার্ট বাংলাদেশ গঠনের সঙ্গে এই নীতি সামঞ্জস্যপূর্ণ নয়।'
দেশে উৎপাদিত মোবাইল হ্যান্ডসেট ও টেলিকম অপারেটরগুলোর ওপর আরোপিত করের বিষয়ে এমন মন্তব্য করেছেন মোস্তাফা জব্বার।
টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি আয়োজিত জাতীয় ব্রডব্যান্ড নীতিমালা প্রণয়নের লক্ষে ‘অ্যাফোর্ডেবল স্মার্ট ডিভাইসেস’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, স্মার্ট ডিভাইস হিসেবে স্মার্টফোনের পাশাপাশি কম্পিউটারকেও বাদ দেওয়ার কোনো সুযোগ নেই।
কর না বাড়িয়ে কালোবাজারি রোধে এনবিআরকে ভিন্ন পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়ে মোস্তাফা জব্বার বলেন, ডিজিটাল ডিভাইস বা কানেক্টিভিটি মোটেই বিলাসী পণ্য নয়।
বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ। তিনি বলেন, ২০১৭ সালে দেশে স্মার্ট ডিভাইস উৎপাদনের পর থেকে দেশে স্মার্টফোন ব্যবহারের হার ২৬ শতাংশ থেকে বেড়ে ৫৩ শতাংশ হলেও এখনো এগুলো ব্যবহারের বাইরে রয়েছে ৫০ শতাংশ মানুষ। গ্রাম ও শহরে ডিজিটাল বৈষম্য কমানো গেলে বাড়বে ব্রডব্যান্ড সংযোগও।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান বলেন, প্রান্তিক জনগণের কাছে কানেক্টিভিটির সুবিধা পৌঁছাতে হলে বাড়াতে হবে স্মার্ট ফোনের ব্যবহার।
কর্মশালার শুরুতে দেশে উৎপাদিত মোবাইল হ্যান্ডসেটের বাজার প্রতিবন্ধকতা তুলে ধরেন বাংলাদেশ মোবাইল ফোন ম্যান্যুফ্যাকচারস অ্যাসোসিয়েশনের সভাপতি রুহুল আলম আল মাহবুব। ১৫ শতাংশ ভ্যাট আরোপসহ বিভিন্ন প্রতিবন্ধকতায় সক্ষমতার ৩০ শতাংশের বেশি হ্যান্ডসেট তৈরি করা যাচ্ছে না বলে জানান তিনি।
সভাপতির বক্তব্যে স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট কানেক্টিভিটি স্থাপনে ডিভাইসের গুরুত্ব তুলে ধরেন বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার। ব্যবহার বাড়াতে কর নীতিমালা পুনরায় বিবেচনা করার কথা জানান তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেনে বিটিআরসি কমিশনার আবু সৈয়দ দিলজার হোসেন। এসময় আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক, অ্যামটব মহাসচিব এস এম ফরহাদ এবং মোবাইল অপারেটরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন