প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশে অভূতপূর্ব অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা, ডিজিটাল বাংলাদেশে রূপান্তর, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়তে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশের অর্জন, চ্যালেঞ্জ এবং এগিয়ে যাওয়ার পথ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হার্ভার্ড ইউনিভার্সিটির কেনেডি স্কুলের অ্যাশ সেন্টারে এ আলোচনা সভায় ফ্যাকাল্টি সদস্য, গবেষকসহ পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন অংশ নেন। সেখানে তিনি এসব কথা বলেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের বিষয়টি তুলে ধরেন।

ড. আব্দুল মোমেন বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন। 

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের পররাষ্ট্র নীতির উদ্দেশ্য হলো- সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা, কারও প্রতি বিদ্বেষ নয়। সে অনুযায়ী শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা প্রচারে 

বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।

আলোচনায় রোহিঙ্গা সঙ্কট, জলবায়ু পরিবর্তনের প্রতিকূলতা, মহামারি করোনাভাইরাসের প্রভাব, বৈশ্বিক রাজনীতি, অর্থনৈতিক ও নিরাপত্তার উপর আলোকপাত করেন পররাষ্ট্রমন্ত্রী।

অ্যাশ সেন্টারের আন্তর্জাতিকবিষয়ক অধ্যাপক এবং হার্ভার্ড কেনেডি স্কুলের রাজাওয়ালি ফাউন্ডেশন ইন্সটিটিউট ফর এশিয়ার পরিচালক অ্যান্থনি সাইচ সভায় স্বাগত বক্তব্য দেন। নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম সমাপনী বক্তব্য দেন।