ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

চ্যাটজিপিটিতে নিরাপত্তা ত্রুটি

চ্যাটজিপিটিতে নিরাপত্তা ত্রুটি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৩ | ০৩:৩৫ | আপডেট: ২৫ মার্চ ২০২৩ | ০৩:৫৩

মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর চ্যাটবট চ্যাটজিপিটিতে ত্রুটি (বাগ) শনাক্ত হয়েছে। নিরাপত্তা ত্রুটি থাকায় ব্যবহারকারীদের কথোপকথন বৃত্তান্ত ফাঁস হয়েছে। সামাজিক মাধ্যম টুইটার ও রেডডিটে ব্যবহারকারীরা চ্যাটিং বৃত্তান্তের ছবি শেয়ার করেছেন।

এ ঘটনায় ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটির নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। চ্যাটবটের সঙ্গে প্রতিটি কথোপকথন ব্যবহারকারীর চ্যাট ইতিহাস বারে সংরক্ষণ করা হয়, যেখানে এটি পরে আবার দেখা যেতে পারে।

চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান বলেছেন, এটি সত্যিই বাজে অভিজ্ঞতা। কেন এমন হলো সেটি আমরা খতিয়ে দেখছি। তবে ত্রুটিটি সংশোধন করা হয়েছে।

গত বছরের নভেম্বরে চ্যাটজিপিটি চালু হওয়ার পর লাখ লাখ ব্যবহারকারী বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর জানতে, গান লিখতে এমনকি কোড করতে চ্যাটজিপিটি ব্যবহার করেছেন।

এর আগে গুগলের কৃত্রিম বুদ্ধির চ্যাটবট ‘বার্ড’ এর পরীক্ষামূলক সংস্করণ উন্মোচনের পরও ত্রুটি ধরা পড়ে।


আরও পড়ুন

×