- প্রযুক্তি
- মিসিসিপিতে টর্নেডোয় মৃত্যু বেড়ে ২৬, জরুরি অবস্থা জারি
মিসিসিপিতে টর্নেডোয় মৃত্যু বেড়ে ২৬, জরুরি অবস্থা জারি

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে টর্নেডোর আঘাতে মৃত্যু বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। জরুরি অবস্থা জারি করেছে মিসিসিপি রাজ্য সরকার।
টর্নেডোটি ১০০ মাইলের বেশি পথ চলেছে এবং চলার পথে তার তাণ্ডবের চিহ্ন রেখে গেছে। ঝড়ে রোলিং ফরক শহরটি প্রায় পুরোই ধ্বংস হয়ে গেছে। খবর দ্য টেলিগ্রাফের
শহরটির এক বাসিন্দা বলেছেন, তার ভাগ্য ভাল যে, তিনি বাথটাবে আশ্রয় নিয়ে বেঁচে গেছেন।
স্থানীয় সময় শুক্রবার রাতে টর্নেডোটি আঘাত হানে। টর্নেডোর কারণে বেশ কয়েকটি গ্রামীণ শহরে ধ্বংসযজ্ঞ হয়েছে। সেখানে গাছ এবং বিদ্যুতের লাইন ভেঙে গেছে। কয়েক হাজার বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে।
মিসিসিপির শারকি কাউন্টির রোলিং ফর্ক শহরের বাসিন্দারা বলেছেন, একটি টর্নেডো তাদের বাড়ির পেছনের জানালাগুলো উড়িয়ে দিয়েছে।
মিসিসিপির গভর্নর টেট রিভস টুইটারে জানিয়েছেন, অনুসন্ধান ও উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সহায়তা প্রদান করছে।
এদিকে দেশটির আরও কয়েকটি দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য শক্তিশালী ঝড়ের জন্য প্রস্তুত রয়েছে বলে জানা গেছে।
টর্নেডো বিধ্বস্ত মিসিসিপির পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মিসিসিপি থেকে আসা ধ্বংসযজ্ঞের ছবিগুলোকে তিনি ‘হৃদয়বিদারক’ আখ্যা দিয়েছেন।
মন্তব্য করুন