
রি-কমার্স মডেলের অ্যাপ সোয়াপে রিয়েলমি স্মার্টফোনে থাকবে নানা অফার। সম্প্রতি এ লক্ষ্যে উভয় প্রতিষ্ঠান চুক্তিবদ্ধ হয়েছে।
রাজধানীর বনানীতে অবস্থিত সোয়াপের কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোয়াপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. পারভেজ হোসাইন, চিফ বিজনেস অফিসার (সিবিও) মোহাম্মদ মনিরুজ্জামান ও ক্যাটাগরি হেড অব ইলেকট্রনিকস মো. ইয়াসিন রকি, রিয়েলমির ব্র্যান্ডিং ম্যানেজার ড্যারেন ঝাং, মিডিয়া বাই অ্যান্ড ই-কম প্রোমোশন ম্যানেজার মো. ফারুক রহমান এবং সেলস ম্যানেজার মো. কাউসার আহমেদ মামুন।
মন্তব্য করুন