- প্রযুক্তি
- বাজারে নতুন গ্রাফিক্স কার্ড
বাজারে নতুন গ্রাফিক্স কার্ড

দেশের বাজারে গিগাবাইট ব্র্যান্ডের জিফোর্স আরটিএক্স ৪০৭০ টিআই সিরিজের গ্রাফিক্স কার্ড এবং বি৭৬০ সিরিজের মাদারবোর্ড এনেছে স্মার্ট টেকনোলজিস।
সম্প্রতি রাজধানী ঢাকার একটি হোটেলে মাদারবোর্ড ও গ্রাফিক্স কার্ডগুলো উন্মোচন করা হয়। অনুষ্ঠানে গিগাবাইটের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ঊর্ধ্বতন উপব্যবস্থাপক এলান সু বলেন, নতুন মাদারবোর্ডগুলোয় ডিডিআর ৪ ও ডিডিআর ৫ র্যাম ব্যবহার করা যাবে।
মাদারবোর্ডগুলো ১৬ হাজার থেকে ২৬ হাজার টাকার মধ্যে কেনা যাবে। গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান বলেন, নতুন মডেলের গ্রাফিক্স কার্ডগুলোয় উইন্ডফোর্স কুলিং পদ্ধতি ব্যবহার করা হয়েছে। ব্লেড ফ্যানের পাশাপাশি জিপিইউতে বড় বাষ্প চেম্বারসহ কম্পোজিট কপার হিট পাইপও রয়েছে গ্রাফিক্স কার্ডগুলোয়।
অনুষ্ঠানে জানানো হয়, আরটিএক্স ৪০৭০ টিআই সিরিজের বিভিন্ন মডেলের গ্রাফিক্স কার্ডগুলোর দাম ১ লাখ ৩০ হাজার থেকে ১ লাখ ৩৬ হাজার টাকা। অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিসের পরিচালক জাফর আহমেদ, মুজাহিদ আল বেরুনী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন