উদ্ভাবনী উদ্যোগে বিনিয়োগে তৃতীয়বারের মতো ‘বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্ট (বিগ)২০২৩’ শীর্ষক প্রতিযোগিতার  উদ্বোধন করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এবার চ্যাম্পিয়ন স্টার্টআপে এক কোটি টাকা বিনিয়োগ। এ ছাড়া নির্বাচিত স্টার্টআপগুলো পাবে মোট ছয় কোটি টাকা বিনিয়োগ।

অনুষ্ঠানে জানানো হয়, প্রযুক্তিভিত্তিক যে কোনো উদ্যোক্তা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রাপ্ত আবেদনগুলোর মধ্য থেকে ৩০০টি উদ্ভাবনী স্টার্টআপকে প্রাথমিক পর্যায়ে নির্বাচন করার পরিকল্পনা রয়েছে বিগ কর্তৃপক্ষের। পরবর্তী সময়ে, নির্বাচিত সেরা স্টার্টআপদের নিয়ে ৩ দিনব্যাপী বুটক্যাম্প আয়োজন করা হবে। এ বুটক্যাম্পে স্টার্টআপদের নিয়ে দিনব্যাপী ওয়ার্কশপ, মেন্টরিং, পিচিং করা হবে। বুটক্যাম্পের সেরা স্টার্টআপদের থেকে নির্বাচন করা হবে ‘বিগ ২০২৩’-এর সেরা ৫১ স্টার্টআপ, যাদের মধ্য থেকে নির্বাচিত সেরা ৫টি স্টার্টআপকে নিয়ে আয়োজিত হবে চূড়ান্ত রাউন্ড। এই চূড়ান্ত পর্ব থেকে অভিজ্ঞ বিচারক প্যানেলের মাধ্যমে নির্বাচন করা হবে চূড়ান্ত ফলাফল। ‘বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্ট ২০২৩’-এর পুরস্কার হিসেবে সেরা একটি স্টার্টআপকে দেওয়া হবে বিশেষ সম্মাননা এবং গ্রান্ট হিসেবে ১ কোটি টাকা অনুদান। বাকি নির্বাচিত তালিকার সেরা ৫০ স্টার্টআপের প্রত্যেককে দেওয়া হবে ১০ লাখ টাকা করে অনুদান। এ ছাড়া, স্টার্টআপদের জন্য রয়েছে বিনিয়োগ পাওয়ার সুবিধাসহ নানা সুযোগ। অর্থাৎ সেরা ৫১টি স্টার্টআপকে মোট ৬ কোটি টাকা অনুদান হিসেবে দেওয়া হবে। গতকাল থেকে এপ্রতিযোগিতার নিবন্ধন শুরু হয়েছে, যা চলবে  আগামী ২২ এপ্রিল পর্যন্ত। বিস্তারিত : www.big.gov.bd ঠিকানায়।

অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ভারত-সিঙ্গাপুরের মধ্য থেকে এরই মধ্যে বাংলাদেশের স্টার্টআপগুলোতে ৮০০ মিলিয়নের ওপর বিনিয়োগ এসেছে। বিকাশ, নগদ ও শপআপ ইতোমধ্যে বিলিয়ন ডলারের কোম্পানি হয়েছে। এ
প্রতিযোগিতার বিজয়ীরা আমাদের দেশকে নতুন উদ্ভাবনের মাধ্যমে আরও এগিয়ে নিয়ে যাবে।

অনুষ্ঠানে আইসিটি সচিব মো. সামসুল আরেফিন, বিসিসির নির্বাহী পরিচালক রণজিৎ কুমার, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ, আইডিয়া প্রকল্পের পরিচালক আলতাফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।