স্মার্টফোন নির্মাণে নিজেদের যন্ত্রাংশের ব্যবহার আরও বাড়াতে এবার গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) তৈরির ঘোষণা দিয়েছে স্যামসাং। দক্ষিণ কোরিয়ান এ প্রযুক্তি জায়ান্টটি জিপিইউতে কোয়ালকমের ওপর নির্ভরতা কমাতে এ সিদ্ধান্ত নিয়েছে।

সাধারণত স্মার্টফোনে প্রসেসরের সঙ্গে আলাদা গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) থাকে। অধিকাংশ চিপে ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের জিপিইউ সংযোজিত হয়। স্যামসাং তাদের এক্সিনোস ২২০০ প্রসেসরে এক্সক্লিপস ৯২০ জিপিইউ ব্যবহার করেছে।

অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসের (এএমডি) আরডিএনএ২ আর্কিটেকচার ব্যবহার করে এটি তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, কাস্টম চিপসেটের জন্য স্যামসাংও একই আর্কিটেকচার ব্যবহার করতে পারে। তবে এতকিছুর পরও এককভাবে জিপিইউ তৈরি থেকে খানিকটা দূরেই থাকছে স্যামসাং। কেননা, এখনও আইপি তৈরিতে এএমডির ওপর নির্ভর করতে হবে কোম্পানিটিকে।