পাঞ্জাব প্রদেশের প্রাদেশিক পরিষদ নির্বাচন ৯০ দিনের মধ্যে হওয়া নিয়ে উদ্বিগ্ন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

এক টুইটে তিনি বলেন, তাঁরা শুধু জানতে চান, ৯০ দিনের সাংবিধানিক বিধানের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা। খবর ডনের।

কোনো প্রাদেশিক পরিষদ ভেঙে দিলে সেটির নির্বাচন-পরবর্তী ৯০ দিনের মধ্যেই করতে হবে, পাকিস্তানের সাংবিধানিক এমন বিধান রয়েছে। কিন্তু পাঞ্জাব প্রদেশের নির্বাচনের তারিখ ঘোষণা করেও আগামী ৪ অক্টোবর পর্যন্ত পেছাতে চায় দেশটির নির্বাচন কমিশন। ফলে এর বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ইমরানের দল।

নির্বাচন স্থগিতের সিদ্ধান্তের বিরুদ্ধে পিটিআইর আবেদনের শুনানির জন্য একটি পূর্ণাঙ্গ আদালত গঠনে অ্যাটর্নি জেনারেলের অনুরোধ শুক্রবার প্রত্যাখ্যান করেছেন সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ। এদিকে, পাকিস্তানের রাষ্ট্রদ্রোহ আইনকে অসাংবিধানিক ঘোষণা করেছেন লাহোরের হাইকোর্ট। 

বৃহস্পতিবার এ রায় দেন আদালত। এ সিদ্ধান্তকে বাকস্বাধীনতা নিয়ে কাজ করা দেশটির বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও সাংবাদিকরা স্বাগত জানিয়েছেন।