রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে দেশে ফেরাতে তার ফাইল সত্যায়িত করে সংযুক্ত আরব আমিরাতে পাঠাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়রের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন এ তথ্য জানান।

সাংবাদিকরা আরাভকে দেশে ফেরানোর অগ্রগতি প্রসঙ্গে জানতে চাইলে মুখপাত্র জানান, আরাভ খানকে সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য প্রস্তুতকৃত এক্সট্রাডিশন ফাইল সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে দেশটিতে পাঠানো হবে।

এসময় তিনি জানান, আরাভের বিষয়ে কোনো অগ্রগতি থাকলে পরবর্তীতে গণমাধ্যমকে জানানো হবে।

জানা যায়, ২০১৮ সালে পুলিশের বিশেষ শাখার (এসবি) স্কুল অব ইন্টেলিজেন্স পরিদর্শক মামুন ইমরান খানকে (৩৪) পুড়িয়ে হত্যা করা হয়। সেই হত্যা মামলার ৬ নম্বর আসামি রবিউল ইসলাম আপন ওরফে আরাভ খান।