যুক্তরাষ্ট্রের এমআইটির ইম্প্রোবেবল আর্টিফিশিয়াল ল্যাব এমন এক ধরনের রোবট ডেভেলপ করেছে যা মানুষের মতো ফুটবল খেলতে সক্ষম।

রোবটটি দক্ষ ফুটবলারের মতো অন্য খেলোয়াড়দের পাশ কাটিয়ে বল নিয়ে ছুটতে পারে।

ড্রিবলবট নামের এ রোবটে এমআইটির গবেষকরা ক্যামেরা সংবিলত দুটি ফিশ আই লেন্স, চারটি পা ব্যবহার করেছেন। এটি চারপায়ের প্রাণীর মতো যেমন দৌড়াতে পার, তেমনি দ্বিপদি প্রাণীর মতোও দৌড়াতে পারে।