- প্রযুক্তি
- রিয়েলমি পুরস্কার পেল বিজয়ীরা
রিয়েলমি পুরস্কার পেল বিজয়ীরা

তারুণ্যের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি ‘চ্যাম্পিয়ন সি’ সিরিজের নতুন মডেল (সি৫৫) প্রি-অর্ডারে রেকর্ড করেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বিজয়ী প্রি-অর্ডারকারীদের রিয়েলমি ব্র্যান্ডশপে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে অংশ নেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি।
সামিরা খান মাহির সঙ্গে রিয়েলমি বাংলাদেশের হেড অব সেলস এবং ব্র্যান্ড ডিরেক্টর ‘সি৫৫’ মডেলের প্রি-অর্ডার করা বিজয়ীকে ১ লাখ টাকা পুরস্কার বিতরণ করেন। বিজয়ী ১০ জন পেয়েছেন সামিরা খান মাহির সই করা রিয়েলমি সি৫৫ মডেলের স্মার্টফোন।
রিয়েলমি বাংলাদেশের ব্র্যান্ড ডিরেক্টর ড্যারেন ঝাং জানালেন, রিয়েলমির সাফল্যের কারণ গ্রাহকেরা। রিয়েলমি ভক্ত ও গ্রাহকের সঙ্গে সাফল্য উদযাপন করে আনন্দিত। ব্র্যান্ডের প্রতি আস্থা রাখার জন্য সবাইকে ধন্যবাদ।
রিয়েলমি ‘সি৫৫’ মডেলে চার্জ, ক্যামেরা, স্টোরেজ ও ডিজাইন-চারটি সেগমেন্ট দারুণ ফিচার যুক্ত করেছে। ভক্তদের মাঝে সেগমেন্ট সেরা ফিচারগুলো জনপ্রিয় হয়েছে। আছে ৬৪ মেগাপিক্সেল (এআই) ক্যামেরা।
ক্যামেরার বহুমাত্রিক ইমেজ মোড দিয়ে যেকোনো ছবিকে বাড়তি আকর্ষণীয় করা যাবে। ২৫৬ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম সম্প্রসারণের মাধ্যমে ১৬ জিবি অবধি র্যাম ব্যবহারের সুযোগ থাকছে। দ্রুতগতির ৩৩ ওয়াট সুপারভুক চার্জিং আর ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিরবচ্ছিন্ন স্মার্টফোনের অভিজ্ঞতা দেবে। সানশাওয়ার ও রেইনি নাইট দুটি রঙে পাওয়া যাচ্ছে স্মার্টফোনটি।
মন্তব্য করুন