লিটকন-মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ব্যানারে ‘হ্যাক মি ইফ ইউ ক্যান’ শিরোনামে অনুষ্ঠিত হলো বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা সম্মেলন। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, ডিজিটাল সিকিউরিটি এজেন্সি ও আইসিটি বিভাগের সহায়তায় ডিজিটাল নিরাপত্তা সংস্থার অংশীদারিত্বে দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়।

‘হ্যাক মি ইফ ইউ ক্যান’ শিরোনামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৩৫১টি দল অংশগ্রহণ করে।

সাইবার নিরাপত্তাবিষয়ক প্রতিযোগিতায় রিভার্স ইঞ্জিনিয়ারিং, ওয়েব হ্যাকিং, ডিজিটাল ফরেনসিক, ক্রিপ্টোসহ ৮ ক্যাটাগরিতে ৩০টি সমস্যা সেট করা হয়। প্রাথমিক প্রতিযোগিতায় ৭২টি বিশ্ববিদ্যালয়সহ বেশ কিছু প্রতিষ্ঠানের ৩৫১টি দল অংশগ্রহণ করে। শনিবার অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

হ্যাক মি ইফ ইউ ক্যান শিরোনামে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের জন্য উন্মুক্ত ছিল। সাইবার নিরাপত্তাভিত্তিক (ক্যাপচার দ্য ফ্লাগ) প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা ডিজিটাল তথ্য নিরাপত্তায় অভিজ্ঞতা এবং বাস্তব জ্ঞান ব্যবহারে সাইবার সিকিউরিটি যেমন ক্রিপ্টোগ্রাফি, ওয়েব এক্সপ্লয়টেশন, রিভার্স ইঞ্জিনিয়ারিং, ফরেনসিক, নেটওয়ার্ক অ্যানালাইসিস বিষয়ক- চ্যালেঞ্জের সমাধান করে।

অনুষ্ঠেয় প্রতিযোগিতায় ৩৫১টি দল বাছাই পর্বে অংশগ্রহণ করে। যার মধ্যে ১০০টি দল চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্বে অংশ নেওয়া ৭৫টি দল দেশের ৭২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং ২৫টি দল বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড ও বাণিজ্যিক ব্যাংকের করপোরেট সংস্থা থেকে অংশগ্রহণ করে।

সাইবার নিরাপত্তায় এ ধরনের কর্মশালা ও প্রতিযোগিতা খুব কাজে আসে বলে জানান অংশগ্রহণকারীরা। ক্যাসলেস সোসাইটিতে ডিজিটাল সিকিউরিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে ভবিষ্যতের জন্য ডিজিটাল নিরাপত্তার বিষয়টি সবচেয়ে স্পর্শকাতর। তার জন্য প্রস্তুতি নিতেই এ ধরনের সম্মেলন জরুরি বলে মনে করেন আয়োজকরা।

চূড়ান্ত পর্বে বিজয়ী হয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দল রেড রেবেলস


চ্যাম্পিয়ন দলকে প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক দুই লক্ষ টাকা এবং অন্যান্য বিজয়ীদের তিন লাখ টাকাসহ পাঁচ লাখ টাকা এবং সম্মাননা স্মারক প্রদান করেন। চূড়ান্ত পর্বে বিজয়ী হয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দল রেড রেবেলস। যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে এআইইউবি’র সাইলেন্ট কিলারফেডারেল বংক ইনভেসটিগেশনস

অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নে সরকার স্মার্ট বাংলাদেশ তৈরিতে কাজ করছে। সে জন্য সাইবার নিরাপত্তা অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন এমআইএসটির ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের অনুষদের ডিন ব্রিগেডিয়ার জেনারেল মাহফুজুল করিম মজুমদার, সিকিউপেন্টের সিইও সাদমান তানজিম, ইনফরমেশন সিকিউরিটির গবেষক আলমাস জামান, এমআইএসটির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল অহিদুল ইসলাম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার ও ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালক নাহিদ সুলতানা মল্লিক।

‘হ্যাক মি ইফ ইউ ক্যান’ প্রতিযোগিতার আয়োজক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহফুজুল করিম মজুমদার তার বক্তব্যে প্রতিযোগীদের দক্ষতার ভূয়সী প্রশংসা করে সাইবার নিরাপত্তা এবং সিটিএফ’র তাৎপর্য উল্লেখ করেন। শিক্ষার্থীদের সফল অংশগ্রহণে আয়োজন প্রাণ পেয়েছে বলেও জানান। ভবিষ্যতেও প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের উৎসাহিত করতে উদ্যোগ নেবেন।

কর্মশালায় বক্তারা শিক্ষার্থীদের সাইবার সিকিউরিটি, এপিআই সিকিউরিটি, ক্লাউড সিকিউরিটি, কার হ্যাকিংয়ের মতো বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক দিকে আলোকপাত করেন।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংবিভাগ। সার্বিক সহযোগিতায় ছিল এমআইএসটি সাইবার সিকিউরিটি ক্লাব ও এমআইএসটি কম্পিউটার ক্লাব। পৃষ্ঠপোষকতা করে ভিএমওয়্যার, এফফাইভ ও ট্রাস্ট ব্যাংক লিমিটেড।