বাক্কোর উদ্যোগে পঞ্চমবারের মত অনুষ্ঠিত হচ্ছে ‘বিপিও সামিট’। আয়োজনে সার্বিক সহযোগিতা করছে বিজনেস প্রোমোশন কাউন্সিল। সামিট সফল করতে বাক্কোর সহযোগী হিসেবে থাকছে তথ্যপ্রযুক্তিভিত্তিক বাণিজ্যিক সংগঠনগুলো।

সহযোগী সংগঠনের মধ্যে আছে বিসিএস, ই-ক্যাব, আইএসপিএবি, বিডব্লিউআইটি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), উইম্যান অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই) এবং বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি (বিএফডিএস)।

রাজধানীকেন্দ্রিক নয়, এবারই প্রথম ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৩’ পর্বের আয়োজন হবে বিভাগীয় পর্যায়ে।

রাজশাহী বিভাগে ২৩ মে ক্যারিয়ার ক্যাম্পেইনের মধ্য দিয়ে সামিটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। বিভাগীয় পর্যায়ে আয়োজনের অংশ হিসেবে থাকছে ইউনিভার্সিটি ক্যাম্পাস অ্যাক্টিভেশন, চাকুরি মেলা, ক্যারিয়ার কাউন্সেলিং সেশন, স্থানীয় অংশীজনের অংশগ্রহণে পলিসি ডিসকাশন অনুষ্ঠিত হবে। সাতটি বিভাগে যথাক্রমে আলাদাভাবে ‘বিভাগীয় বিপিও সামিট’ উদযাপনের পর কেন্দ্রীয় পর্যায়ে চূড়ান্তভাবে অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় বিপিও সামিট। 

সামিটের মাধ্যমে আইসিটি শিল্প বিকাশে আইসিটিপণ্য ও সেবা প্রদর্শনী, বিপিওখাতের অর্জন, সাফল্য ও সম্ভাবনা উপস্থাপন, তথ্যপ্রযুক্তিকেন্দ্রিক সেমিনার ও কর্মশালা আয়োজন, ই-গভর্নেন্স, ই-কমার্স, অবকাঠামোগত উন্নয়নে দেশের অর্জিত সাফল্য দেশি-বিদেশি মহলের কাছে উপস্থাপন করা।

সামিটের উদ্দেশে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা জানালেন, প্রধানমন্ত্রীর ‘স্মার্ট বাংলাদেশ ২০৪১’ লক্ষ্য পূরণে দেশীয় বিপিওশিল্পের বিকাশের সঙ্গে বিশ্বজুড়ে শিল্পের ব্যাপ্তি ঘটাতে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৩’ শীর্ষক আয়োজনের গুরুত্ব অপরিসীম। সামিটের ‘ক্যারিয়ার ক্যাম্পেইন’ দেশের বিপিও খাতে দক্ষ জনসম্পদ গড়ে তুলতে ও সম্ভাবনাময় তরুণ-তরুণীদের উপযুক্ত কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা পালন করবে।