- প্রযুক্তি
- খিলগাঁওয়ে ছুরিকাঘাতে কলেজছাত্র আহত
খিলগাঁওয়ে ছুরিকাঘাতে কলেজছাত্র আহত

ছবি: প্রতীকী
রাজধানীর খিলগাঁওয়ে কায়সার আহমেদ শোভন (১৮) নামে এক কলেজছাত্র উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
খিলগাঁও থানার ওসি ফারুকুল আলম বলেন, মতিঝিল সরকারি বালক বিদ্যালয়ের দুই দল শিক্ষার্থীর মধ্যে বিরোধের জের ধরে মারামারি হয়। আহত শিক্ষার্থীর ভাষ্য অনুযায়ী, সেখান থেকে দৌড়ে যাওয়ার তাকে ছুরিকাঘাত করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটেছে। প্রকৃতপক্ষে কী ঘটেছে তা জানার চেষ্টা চলছে। সেই সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
আহত শিক্ষার্থীর সহপাঠী সাফায়েত হোসেন কামরান জানান, সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়েন শোভন। মঙ্গলবার দুপুরে তারা কয়েক বন্ধু খিলগাঁও উড়াল সড়কের পাশের ফুটপাত দিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন। তখন সেখানে কিছু ছেলে মারামারি করছিল। তাদেরই একজন শোভনের পিঠে উপর্যুপরি ছুরিকাঘাত করে। হামলাকারীদের ব্যাপারে তিনি বিস্তারিত জানাতে পারেননি।
আহত শোভনের বাসা শাহজাহানপুর এলাকায়। তার বাবা আবু হারেস ভুঁইয়া জানান, কী কারণে কী ঘটেছে তিনি জানতে পারেননি। সন্তানের আহত হওয়ার খবর পেয়ে তিনি হাসপাতালে আসেন।
মন্তব্য করুন