- প্রযুক্তি
- র্যানসমওয়্যারের আক্রমণ কমেছে: সফোস
র্যানসমওয়্যারের আক্রমণ কমেছে: সফোস

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস সম্প্রতি তাদের বার্ষিক প্রতিবেদন ‘স্টেট অফ র্যানসমওয়্যার ২০২’ প্রকাশ করেছে। প্রতিবেদনটিতে দেখা গেছে যে, এশিয়া প্যাসিফিক এবং জাপানে র্যানসমওয়্যার (সাইবার হামলার মাধ্যমে মুক্তিপণ আদায়) আক্রমণের হার গত বছরে কিছুটা কমেছে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস সম্প্রতি বার্ষিক প্রতিবেদন ‘স্টেট অফ র্যানসমওয়্যার ২০২’ প্রকাশ করেছে।এতে বলা হয়েছে, গত বছর ৬৮ শতাংশ প্রতিষ্ঠান র্যানসামওয়্যারের শিকার হয়েছে যা আগের বছর ছিল ৭২ শতাংশ।
সমীক্ষায় দেখা গেছে, র্যানসমওয়্যারের সম্মুখীন হওয়া প্রতিষ্ঠানগুলির মধ্যে ৪৯ শতাংশ প্রতিষ্ঠান তথ্য বা ডেটা এনক্রিপ্ট করার জন্য মুক্তিপণ প্রদান করেন, যা গত বছরের ৫৫ শতাংশের হার থেকে সামান্য কম হলেও ২০২৩ সালের বৈশ্বিক গড় ৪৭ শতাংশের চেয়ে বেশি।
বিশ্বব্যাপী সমীক্ষায় উঠে আসে যে যখন কোন প্রতিষ্ঠান তাদের ডেটা ডিক্রিপ্ট (স্বাভাবিক) করার জন্য মুক্তিপণ প্রদান করে, তখন তাদের খরচ দ্বিগুণ বেড়ে যায়। প্রতিষ্ঠানের তথ্য সুরক্ষার জন্য ব্যাকআপ রাখতে যেখানে ৩ লাখ ৭৫ হাজার ডলার খরচ হয়, সেখানে শুধু তথ্য পুনরুদ্ধারের জন্য খরচ হয় ৭ লাখ ৫০ হাজার ডলার। এমনকি মুক্তিপণ পরিশোধ করে তথ্য পুনরুদ্ধার করতে সময়ও তুলনামূলক বেশি লাগে।
মন্তব্য করুন