দেশের শীর্ষ সফটওয়্যার প্রকৌশলীদের নিয়ে অনুষ্ঠিত হলো ‘ডেভকন-১’ শীর্ষক ডেভেলপার কনফারেন্স।  ঢাকার একটি হোটেলে ‘লার্ন উইথ সুমিত’ আয়োজিত দিনব্যাপী প্যানেল আলোচনায় উপস্থিত ছিলেন বিটবাইট টেকনোলজির সিইও আল মাহমুদ, ব্রেইন স্টেশন২৩-এর  সিইও রাইসুল কবির, ওলিও’র  সিইও কাউসার আহমেদ, আস্থা আইটিরএর সিইও হাসনাইন রিজভী রহমান, প্রোগ্রামিং হিরো’র প্রতিষ্ঠাতা ঝংকার মাহবুব,  শোকেজ’র কনটেন্ট প্রধান তাপস অধিকারী, গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার জুলকারনাইন মাহমুদ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে হাজার হাজার সফটওয়্যার গ্র্যাজুয়েট থাকলেও দক্ষ ইঞ্জিনিয়ার খুবই কম। তাই ডেভেলপারদের উচিত টাকার পেছনে না ছুটে জটিল সব সমস্যা সমাধানে দক্ষতা অর্জন করা।

বিষয় : ডেভেলপার কনফারেন্স

মন্তব্য করুন