- প্রযুক্তি
- ‘মিশ্র বাস্তবতা’ হেডসেট এনেছে অ্যাপল
‘মিশ্র বাস্তবতা’ হেডসেট এনেছে অ্যাপল

অবশেষে এল অ্যাপলের মিশ্র বাস্তবতা (মিক্সড রিয়েলিটি) ডিভাইস ‘ভিশন প্রো’। গত সোমবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ম্যানলো পার্কে অ্যাপলের প্রধান কার্যালয়ে আয়োজিত ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্সে ডিভাইসটি উন্মোচন করা হয়।
‘ভিশন প্রো’র মাধ্যমে প্রায় ১০ বছর পর অ্যাপল নতুন কোনো ডিভাইস নিয়ে এল। অনুষ্ঠানে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বলেন, ভিশন প্রো বাস্তব জগতের সঙ্গে ভার্চুয়াল জগতের মিথস্ক্রিয়া তৈরি করবে। এটি এমন ডিভাইস যা আগে কখনো ব্যবহারের অভিজ্ঞতা কারও হয়নি।
ভিশন ওএস নামের নতুন অপারেটিং সিস্টেম চালিত ডিভাইসটিতে রয়েছে ১২টি ক্যামেরা, ছয়টি মাইক এবং পাঁচটি সেন্সর। অ্যাপল প্রযুক্তিটিকে বলছে ‘স্পেশিয়াল কম্পিউটিং’। এটি ব্যবহারে হস্তচালিত কোনো কন্ট্রোলার প্রয়োজন নেই। ডিভাইসটি কণ্ঠ, আঙুলের নাড়াচাড়া এমনকি চোখের ইশারায় পরিচালিত হবে। অ্যাপল জানাচ্ছে, ডিভাইসটিতে ছবি হয়ে উঠবে স্বচ্ছ ও জীবন্ত।
এর গ্লাস গগলসে থাকা লেন্স দুটি ২৩ মিলিয়ন পিক্সেল সমর্থন করে যা মেটা কোয়েস্ট প্রো হেডসেটে পাওয়া পিক্সেল ঘনত্বের চেয়ে তিনগুণ বেশি। এটি বিভিন্ন কাজের পাশাপাশি ভিডিও গেমিং খেলায়, সিনেমাটিক ভিডিও দেখায় কিংবা ফেসটাইম কল পরিচালনায় ব্যবহার করা যাবে। ডিভাইসটি হেডসেটের ক্যামেরায় থ্রিডি ভিডিও করতে পারে। এটি আগামী বছরের শুরুতে বাজারে পাওয়া যাবে। যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রি হবে তিন হাজার ৪৯৯ ডলার থেকে।
মন্তব্য করুন