- প্রযুক্তি
- ১০০ টাকার জন্য হত্যা করা হয় মাঈনকে
১০০ টাকার জন্য হত্যা করা হয় মাঈনকে

অভিযুক্ত মারুফ হোসেন
চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নে মো. মাঈন উদ্দিন নামে এক মাদ্রাসাছাত্রকে ১০০ টাকার জন্য হত্যা করা হয়। বুধবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন অভিযুক্ত মারুফ হোসেন। এর আগে মারুফকে মঙ্গলবার রাতে হাবিলাসদ্বীপ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার পাইরোল সাদারপাড়া এলাকার মো. সেলিম উদ্দিনের ছেলে।
নিহত মো. মাঈন উদ্দিন একই এলাকার দিল মোহাম্মদের ছেলে। সে পটিয়া শাহচান্দ আউলিয়া কামিল মাদ্রাসা থেকে ২০২৩ সালে দাখিল পরীক্ষা দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সাদারপাড়া এলাকার বাড়ির পূর্ব পাশে পুকুরপাড়ে যায় কিশোর মাঈন। এ সময় মারুফ তার পথরোধ করে এলোপাতাড়ি কিল-ঘুসি দেন। এক পর্যায়ে মাঈন উদ্দিনের অণ্ডকোষে লাথি দেন মারুফ। এ সময় মাটিতে লুটিয়ে পড়ে মাঈন। পরে খবর পেয়ে মাঈন উদ্দিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সন্ধ্যায় মাঈনের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে রাত ১০টার দিকে গ্রামের বাড়িতে লাশ নিয়ে জানাজা শেষে দাফন করা হয়।
এ ঘটনায় মঙ্গলবার রাতে মারুফ হোসেনকে একমাত্র আসামি করে নিহতের বাবা দিল মোহাম্মদ বাদী হয়ে থানার মামলা করেছেন।
পটিয়া থানার ওসি প্রিটন সরকার সমকালকে বলেন, মাদ্রাসাছাত্র মাঈন উদ্দিনকে ১০০ টাকার জন্য খুন করার কথা স্বীকার করে আদালতে মারুফ হোসেন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি শেষে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মন্তব্য করুন