- প্রযুক্তি
- কাগজবিহীন লেনদেন গড়বে স্মার্ট অর্থনীতি
কাগজবিহীন লেনদেন গড়বে স্মার্ট অর্থনীতি

ক্যাশলেস সোসাইটি : বিল্ডিং স্মার্ট ইকোনমি সভায় বক্তারা।
স্মার্ট ইকোনমি গড়ার অন্যতম শর্ত কাগুজবিহীন আর্থিক লেনদেন। অর্থাৎ ক্যাশলেস সোসাইটি। তবে সমাজের সব স্তরে একেবারে ক্যাশলেস করা যাবে কি না তা সুনির্দিষ্ট করে বলা কঠিন। পুরোপুরি ক্যাশলেস করা সম্ভবও না। হিসাব বলছে, ডিজিটাল লেনদেন আগের তুলনায় বহুগুণ বেড়েছে। আর তার গতি সম্ভাবনার ইঙ্গিত করে। তাই এখন সঠিক নীতিমালার প্রয়োজন।
রাজধানীতে শুক্রবার (৯ জুন) স্মার্ট বাংলাদেশ সামিট ও এক্সপোর প্রথম দিনের চতুর্থ সেশনে ‘ক্যাশলেস সোসাইটি : বিল্ডিং স্মার্ট ইকোনমি’ সভায় বক্তারা বলেন, ক্যাশলেস সোসাইটি গড়ে তুলতে হলে সিস্টেমকে সহজ করতে হবে। এমনকি এখন অনলাইনে কিছুক্ষেত্রে লেনদেনে একটা চার্জ আরোপ করা হয়। তা কমিয়ে আনতে হবে।
ব্যাংক ও অপারেটররা কী করতে পারে এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পিএসডি) মোহতাসিম বিল্লাহ বললেন, শুধু কার্ডের অ্যাকসেস বাড়লেই যে ক্যাশলেস হবে তা নয়। দেশে দেশে এ ধারণা ভিন্ন। কিউআর কোডের মাধ্যমে আমরা এখন আর্থিক লেনদেনের চেষ্টা করছি। গার্মেন্ট শ্রমিকেরা একটা সময় নগদ টাকা ছাড়া বেতন নিতে চাইতেন না। কিন্তু এখন তাদের বেতন হয় ডিজিটালি পদ্ধতিতে।
বাংলাদেশ ব্যাংক ২০২৭ সাল নাগাদ দেশের সব লেনদেনের ৭৫ শতাংশ ক্যাশলেস করার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে। তাই ক্রয়, লেনদেন ও বিল পরিশোধে কাগুজে টাকার বদলে লেনদেন পদ্ধতি সহজ করতে নীতিমালা নিয়ে কাজ করছে বাংলাদেশ ব্যাংক।
সভা সঞ্চালনা করেন অ্যাজাইল মাইন্ডস সলিউশন লিমিটেডের পরিচালক ও গ্রুপ সিওও জিসান কিংসুক হক। আলোচনায় অংশ নেন মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পিএসডি) মোহতাসিম বিল্লাহ, এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মামুন মাহমুদ শাহ, বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কায়সার হামিদ ও নগদের নির্বাহী পরিচালক মোহাম্মদ আমিনুল হক।
মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, ক্যাশলেস যে সোসাইটির কথা আমরা বলছি তা খুব দ্রুতই এগিয়ে যাচ্ছে। উন্নতিটা হচ্ছে দৃশ্যমান। যদি নীতিমালা ঠিকমতো করতে পারি আর ইকোসিস্টেমকে আরও সহজ করা যায় তাহলে কাগুজে বিহীন আর্থিক (ক্যাশলেস) লেনদেন বাস্তবায়ন হবে। উন্নতিটা সমাজে বহুলাংশে ফাস্ট ফরোয়ার্ড হচ্ছে।
/এইচবি/
মন্তব্য করুন