
রাজধানীর বসুন্ধরায় আইসিসিবি’র তৃতীয় হলে অনুষ্ঠিত স্মার্ট বাংলাদেশ এক্সপো।
রাজধানীর বসুন্ধরায় আইসিসিবি’র তৃতীয় হলে অনুষ্ঠিত স্মার্ট এক্সপোর স্টলে স্টলে দর্শনার্থীরা ঘুরেছেন। উপস্থাপিত প্রকল্প সম্পর্কে বিশদ জানতে চেয়েছেন। সকাল ১০টায় এক্সপো জোন উন্মুক্ত করার পর থেকেই দর্শনার্থীরা প্রবেশ করছেন। ডিজিটাল বাংলাদেশের সব উদ্ভাবনী উদ্যোগ দেখেছেন।
স্মার্ট এক্সপোর পাশাপাশি সমাপনী দিন শনিবারে (১০ জুন) ৫টি সেশন অনুষ্ঠিত হয়। সেখানে স্মার্ট বাংলাদেশ গড়তে করণীয় বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট খাতের নীতিনির্ধারক, নেতা ও আলোচকেরা দিকনির্দেশনা উপস্থাপন করেন।
শনিবার (১০ জুন) সকাল ১১টায় ‘স্মার্টার ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ট্রেড’, বেলা ১২টায় ‘ফিন্যান্সিং দ্য ফিউচার : ক্যাপিটাল মার্কেট’, দুপুর ১টায় ‘স্মার্ট বাংলাদেশ ইন দ্য আইজ অব ইয়ুথ’, বিকেল ৩টায় ‘স্মার্ট এডুকেশন’ এবং বিকেল ৪ টায় ‘ক্রিয়েটিং সাস্টেইনেবল অ্যান্ড রেসিলেন্ট স্মার্ট সিটিজ : দ্য রোল অব রিয়েল স্টেট’ শীর্ষক সেশন অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট খাতের নেতা ও আলোচকেরা এতে অংশগ্রহণ করেন।
স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা ও স্মার্ট যুগের অপার সম্ভাবনাকে সুদৃঢ় করার প্রচেষ্টায় বিশ্বব্যাপী তরুণদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন জেসিআই বাংলাদেশের আয়োজনে ও এসপায়ার টু ইনোভেট-এটুআই-এর সহযোগিতায় অনুষ্ঠিত হয় ‘জেসিআই স্মার্ট বাংলাদেশ সামিট, এক্সপো ও সিওয়াইই অ্যাওয়ার্ড ২০২৩’ আয়োজন।
আয়োজনের সহায়ক ছিল তথ্যপ্রযুক্তি সংগঠন বেসিস, পোশাক শিল্পের সংগঠন বিজিএমইএ, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ডেইলি স্টার, এটুআই, মন্ত্রিপরিষদ বিভাগ, তথ্য ও যোগযোগ প্রযুক্তি বিভাগ এবং ইউএনডিপি।
স্মার্ট বাংলাদেশ সামিট, এক্সপো ও সিওয়াইই অ্যাওয়ার্ড-২০২৩ আয়োজনের টাইটেল স্পন্সর স্বপ্ন, পাওয়ার্ড বাই হুয়াওয়ে এবং প্লাটিনাম স্পন্সর বন্ডস্টাইন। গোল্ড স্পন্সর ইশো, লিংকথ্রি, ওয়েজলি, জিও, মাস্টারকার্ড, এমটিবি, ওয়ালটন, সানাফি কনস্ট্রাকশন, সিঙ্গুলারিটি।
অনুষ্ঠানে এন্টারটেইনমেন্ট পার্টনার চরকি, টেলিকম পার্টনার গ্রামীণফোন, ইউনিভার্সিটি পার্টনার উত্তরা ইউনিভার্সিটি, রিসার্চ পার্টনার ক্রিয়েভিশন, সেশন পার্টনার ফাইবার অ্যাট হোম, পিকাবু, ইনোভেশন ইন্টারন্যাশনাল, ফুড পার্টনার প্রিমিয়ার, পোলার। ইভেন্ট সহযোগী ছিল বাক্কো, ই-ক্যাব ও আইএসপিএবি।
জেসিআই স্মার্ট বাংলাদেশ সামিট, এক্সপো ও সিওয়াইই অ্যাওয়ার্ড ২০২৩ আয়োজনের সব ধরনের আপডেট জানাতে (www.jcisummit.com) সাইটের উন্মোচন করা হয়।
/এইচবি/
মন্তব্য করুন