রাজধানীর পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘দ্য বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ এক্সিবিশন-২০২৩’ অনুষ্ঠিত হচ্ছে।  আয়োজনটি দুই দেশের মধ্যে সহযোগিতামূলক মনোভাব এবং উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শনের মাধ্যমে ডিজিটালাইজেশনকে ত্বরান্বিত করার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

বাংলাদেশে অবস্থিত চীন দূতাবাস, বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিআই) এবং চায়নিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের (সিইএবি) সহযোগিতায় তিন দিনের প্রদর্শনীর উদ্যোগ নেয়। চীন ও বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অবকাঠামো, টেক্সটাইল, বাণিজ্য এবং বিনিয়োগকারী শীর্ষ সব প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

হুয়াওয়ে নিজের প্যাভিলিয়ন সাজিয়েছে উন্নত প্রযুক্তি এবং পণ্যের বৈচিত্র্যময় পোর্টফোলিও দিয়ে। যার মধ্যে ক্লাউড প্রযুক্তি, ডিজিটাল পাওয়ার (সোলার পাওয়ার ইনভার্টার), টেলিকম নেটওয়ার্ক প্রযুক্তি, যেমন– ফাইভজি, ফাইভ পয়েন্ট ফাইভজি অন্যতম। তা ছাড়া স্মার্ট ক্লাসরুম, স্মার্ট ট্রান্সপোর্টেশন, স্মার্ট পোর্ট ও স্মার্ট সিটি অন্যতম।

হুয়াওয়ে প্রসঙ্গে দক্ষিণ এশিয়ার বোর্ড মেম্বার এবং পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশনস বিভাগের পরিচালক জেসন লি জানালেন, আইসিটি খাতে বাংলাদেশের যে অগ্রগতি দৃশ্যমান, তার সদস্য হিসেবে হুয়াওয়ে প্রদর্শনীতে যুগান্তকারী সব সমাধান প্রদর্শন করছে। স্মার্ট বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে বরাবরের মতোই বিশ্বস্ত সহযোগী হতে চাই।

ডিজিটাল পাওয়ার, টেলিকম নেটওয়ার্ক, ক্লাউড ও এন্টারপ্রাইজ খাতের জন্য পরিষেবা এবং সব ধরনের সমাধানের মাধ্যমে প্রত্যেক ব্যক্তি, বাড়ি ও প্রতিষ্ঠানকে ডিজিটাল সেবা দিতে সব সময় প্রস্তুত; যা স্মার্ট বাংলাদেশ তৈরিতে সহায়ক।