- প্রযুক্তি
- বিগ ডেটা ও মেশিন লার্নিংয়ে আন্তর্জাতিক সম্মেলন
ইন্ডাস্ট্রি আপডেট
বিগ ডেটা ও মেশিন লার্নিংয়ে আন্তর্জাতিক সম্মেলন

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে তিন দিনব্যাপী বিগ ডেটা, আইওটি এবং মেশিন লার্নিং (বিআইএম ২০২৩) বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সেন্টার ফর ইন্টেলিজেন্ট কম্পিউটিংয়ের যৌথ অংশীদারিতে সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন বলেন, বিআইএম ২০২৩ সম্মেলনের অংশ হতে পেরে রোমাঞ্চিত। এটি এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে উজ্জ্বল মেধাবীরা বিগ ডেটা, আইওটি এবং মেশিন লার্নিংয়ের মতো সম্ভাবনা অন্বেষণ করতে একত্র হয়েছেন। ভবিষ্যতে বিশ্ব প্রযুক্তির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত হবে এবং অংশগ্রহণকারীদের উৎসর্গ ও উৎসাহ দেখে আনন্দিত। সম্মিলিতভাবে উদ্ভাবন, অগ্রগতি এবং শিল্পের সঙ্গে আরও সহযোগিতা ও সেতুবন্ধ প্ল্যাটফর্ম তৈরিতে সংশ্লিষ্টদের একযোগে কাজ করতে হবে।
প্রফেসর ড. এম লুৎফর রহমান জানান, বিআইএম হচ্ছে সহযোগিতার শক্তি এবং শ্রেষ্ঠত্ব অন্বেষণের প্রমাণ। সম্মেলনটি ধারণা বিনিময় ও প্রযুক্তিগত উদ্ভাবনের প্রতি আবেগের সাক্ষী হওয়ার বিশেষত এবং সম্মেলনের মাধ্যমে উজ্জ্বল ভবিষ্যতের পথ তৈরি করছি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. নুরুল আলম বলেন, অসাধারণ সমাবেশের অংশ হতে পারা সম্মানের। বিআইএম শুধু একাডেমিক সব প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার গুরুত্বই নয়, প্রযুক্তিগত অগ্রগতিতে এগিয়ে থাকার দিকনির্দেশনা করে।
মন্তব্য করুন