শর্ট ভিডিওর জনপ্রিয় প্ল্যাটফর্ম টিকটক ও জাগো ফাউন্ডেশনের উদ্যোগে আবারও চালু হয়েছে ‘সাবধানে অনলাইন-এ’ প্রচারণা। রাজশাহী ও রংপুর বিভাগের পর প্রচারণাটি দ্বিতীয়বার অনুষ্ঠিত হচ্ছে। অনলাইন দুনিয়ায় কীভাবে নিরাপত্তা বজায় রাখতে হয়, সে সম্পর্কে তরুণদের মধ্যে সচেতনতা বাড়ানোই প্রচারণার মূল লক্ষ্য। বিষয়গুলোর মধ্যে রয়েছে অনলাইনে সুরক্ষা, সোশ্যাল মিডিয়ার নিরাপদ ব্যবহার এবং পজিটিভ কনটেন্ট তৈরি।

আগস্টে শুরু হয়ে ২০২৪ সালের মার্চ পর্যন্ত ‘সাবধানে অনলাইন-এ’ প্রচারণাটি চলবে। সিলেট, খুলনা ও ময়মনসিংহ বিভাগের ১৮টি জেলার তরুণরা এতে অংশগ্রহণ করবে। প্রচারণার মাধ্যমে প্রতিটি জেলায় ‘অনলাইন সেফটি আড্ডা’ নামে দিনব্যাপী কর্মশালা হবে; যেখানে অংশগ্রহণকারীরা অনলাইনে নিরাপদ পরিবেশ গড়ে তুলতে নিজেদের দায়িত্বগুলো বুঝতে পারছেন। তা ছাড়া ইন্টারনেটে কীভাবে নিরাপদ থাকতে হবে, সে বিষয়ে জানতে পারবেন।

প্রতিটি বিভাগের অন্তর্ভুক্ত সব জেলার ওয়ার্কশপ শেষ হওয়ার পরে বিভাগীয় সেমিনারের আয়োজন করা হবে। যেখানে উপস্থিত থাকবেন কর্মশালায় অংশগ্রহণকারী, স্থানীয় সরকার প্রতিনিধি, সমাজের বিশিষ্ট ব্যক্তি ও বিশেষজ্ঞরা। উল্লিখিত সেমিনারের মূল লক্ষ্য জাতীয় পর্যায়ে সংলাপ শুরু করা, যাতে একাধিক স্টেকহোল্ডারকে অন্তর্ভুক্ত করে সারাদেশে ইন্টারনেট অভিজ্ঞতার মানোন্নয়ন করা। মাঠ পর্যায়ে কাজের পাশাপাশি প্রচারণাটি অনলাইনেও চলবে। সবাই যেন সচেতনতামূলক কনটেন্টের বিষয়ে জানতে পারেন, সে লক্ষ্যে টিকটকের সঙ্গে অন্য ডিজিটাল প্ল্যাটফর্মেও প্রচারণাটি চলবে।

প্রচারণার মূল বার্তা এবং সব উদ্দেশ্য ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে তুলে ধরতে তৈরি করা হচ্ছে ভিডিও এবং স্ট্যাটিক কনটেন্ট। সামাজিক যোগাযোগমাধ্যমে নিরাপদ ইন্টারনেট প্রচারণার সঙ্গে যুক্ত থাকবেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা। প্রচারণার মাধ্যমে লাখো তরুণ অনলাইন নিরাপত্তা নিয়ে ইতিবাচকভাবে ভাবতে শিখছে।

বিষয় : অনলাইনে প্রচারণা শর্ট ভিডিও ‘সাবধানে অনলাইন-এ’ প্রচারণা

মন্তব্য করুন