জাতীয়ভাবে প্রতিবছর ১৮ অক্টোবর যথাযথ মর্যাদায় সারাদেশে বর্ণাঢ্য আয়োজনে ‘ক’ শ্রেণিভুক্ত শেখ রাসেল দিবস উদ্‌যাপন করা হয়। বর্তমান প্রজন্মের শিশু-কিশোরদের উন্নত বাংলাদেশের নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয়ে এবং শিশু-কিশোরদের মধ্যে শেখ রাসেলের স্মৃতি অম্লান রাখতে শেখ রাসেল দিবস উদ্‌যাপন করা হয়। ভবিষ্যতে দেশ পরিচালনার যোগ্য নাগরিক হিসেবে শেখ রাসেলের দীপ্ত প্রত্যয়কে হৃদয়ে ধারণ করে শিশুরা উন্নত সোনার বাংলাদেশ গড়ার শক্তিতে বলীয়ান হবে।

 শেখ রাসেল দিবস ২০২৩ উপলক্ষে জাতীয়ভাবে শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২৩ পর্বের উদ্যোগ নেওয়া হয়েছে। অনলাইন কুইজ প্রতিযোগিতায় নিবন্ধনের শেষদিন ৩০ সেপ্টেম্বর। প্রতিযোগিতায় ৮ থেকে ১৮ বছর বয়সী বাংলাদেশি শিশু-কিশোর অংশগ্রহণ করতে পারবে। প্রতিযোগিতার তারিখ যথাক্রমে ‘ক’ গ্রুপ ২ অক্টোবর এবং ‘খ’ গ্রুপ ৩ অক্টোবর।

ডিজিটাল বাংলাদেশ রূপকল্প-২০২১ পর্বের সফল বাস্তবায়নের ধারাবাহিকতায় জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তরের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে টেকসই স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আইসিটি বিভাগ ছাড়াও সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ কর্মসূচি পালন করছে। স্মার্ট বাংলাদেশের চারটি স্তম্ভ যথাক্রমে স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি ও স্মার্ট সোসাইটি।