ডিজিটাল কর্মশালা
কমিউনিটি ডিজিটাল স্টোরি টেলিং কর্মশালা

--
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের সহযোগিতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘কমিউনিটি ডিজিটাল স্টোরি টেলিং’ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটি ইবির ফটোগ্রাফিক সোসাইটি এবং কমিউনিটি ডিজিটাল স্টোরিটেলিং ফেস্টিভ্যালের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় ক্যামেরা সেটিংস, সমসাময়িক ছবি, স্টোরি আইডিয়া ও রিসার্চ ছাড়াও সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন ড. আবদুল কাবিল খান। তা ছাড়া ব্যবহারিক বিষয় যেমন ক্যামেরা সেটিংস, স্টোরির কোয়ালিটি, এফপিএস (ফ্রেম পার সেকেন্ড), ভিডিওর উপযুক্ত ফ্রেম ব্যবহারের বিষয়ে আলোচনা করেন।
তিনি বলেন, সমাজে যে স্টোরি নিয়ে কেউ কথা বলে না, সেটাই স্টোরি। তৃণমূল মানুষের হাজারো অজানা বিষয়ে স্টোরি হতে পারে। স্টোরি নির্বাচনে সমসাময়িক চাহিদার বিষয় নির্বাচন করতে হবে। তা ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শক নির্বাচন, কোন মাধ্যমে দর্শক আপনাকে দেখবে তাও ঠিক করতে হবে। কর্মশালায় কমিউনিটি ডিজিটাল স্টোরি টেলিং কর্মশালার আইনি এবং শরিয়া দৃষ্টিকোণের ওপর আলোচনা করেন প্রফেসর ড. শাহজাহান মণ্ডল এবং ড. মোহাম্মদ নাছির উদ্দীন।