আইনজীবী ভুবন হত্যাকাণ্ডে ১ জন গ্রেপ্তার

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:৫৩ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:৫৩
রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে আহত আইনজীবী ভুবন চন্দ্র শীলের (৫৫) মৃত্যুর ঘটনায় হিমেল নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় রাজধানীর পুরান ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেঁজগা জোনের সহকারী কমিশনার (এসি) এসএম আরিফ রায়হান।
গত ১৮ সেপ্টেম্বর অফিস থেকে ফকিরাপুল আরামবাগের মেসে ফেরার পথে তেজগাঁও শিল্পাঞ্চলে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে আহত হন ভুবন চন্দ্র। ৮ দিন চিকিৎসাধীন থাকার পর আজ সোমবার সকাল সাড়ে ১০টা ৩৫মিনিটে যখন চিকিৎসকরা ভুবনকে মৃত ঘোষণা করেন।