ঢাকা রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩

ইন্ডাস্ট্রি আপডেট

চুক্তি করল চালডাল ও বাক্কো

চুক্তি করল চালডাল ও বাক্কো

--

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০

জনপ্রিয় ই-কমার্স সাইট চালডাল ডটকম ও বাক্কো সমঝোতা চুক্তি করেছে। বাক্কো কার্যনির্বাহী কমিটির তরফ থেকে সমঝোতা স্মারক সই করেন অর্থ সম্পাদক মো. আমিনুল হক এবং চালডাল লিমিটেডের তরফ থেকে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) জিয়া আশরাফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফ।

 সমঝোতা চুক্তির শর্তমতে, মানোন্নত সেবার সঙ্গে বাক্কো সদস্য প্রতিষ্ঠানের কর্মীদের জন্য আকর্ষণীয় ছাড়ে পণ্য ক্রয়ের সুযোগ দিচ্ছে চালডাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাক্কো পরিচালক কাওসার আহমেদ এবং বাক্কো মেম্বার সার্ভিসেস অ্যান্ড ডেভেলপমেন্ট উপকমিটির চেয়ারম্যান ফয়সাল আহমেদ। প্রসঙ্গত, চালডাল লিমিটেড প্রতিষ্ঠানটি ২০২২ সালে বাক্কোর সদস্যপদ লাভ করে।

বিপিও/আউটসোর্সিং শিল্পের একক ও কেন্দ্রীয় বাণিজ্যিক সংস্থা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) সারাদেশে কাজ করছে।

আরও পড়ুন