বিটিআরসি চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদের পদত্যাগ

মহিউদ্দিন আহমেদ
সমকাল প্রতিবেদক ও চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪ | ০৫:১০
পদত্যাগ করেছেন টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ। গতকাল বুধবার দুপুরে তিনি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগের কারণ হিসেবে চিঠিতে তিনি অসুস্থতার কথা উল্লেখ করেন।
কয়েক দিন ধরে বৈষম্য ও দুর্নীতির অভিযোগ তুলে বিটিআরসি চেয়াম্যানের পদত্যাগ দাবিতে কমিশনের একদল কর্মকর্তা-কর্মচারী বিক্ষোভ করছিল। এ ছাড়া কোটা সংস্কার আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ রাখার বিষয়ে মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি বিটিআরসি চেয়ারম্যানের দায় খুঁজে পেয়েছে। গত বছরের ১৪ ডিসেম্বর থেকে মহিউদ্দিন আহমেদ বিটিআরসির চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন। পদত্যাগ বিষয়ে জানতে মহিউদ্দিন আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।
বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার নাসির উদ্দিন, ডেপুটি রেজিস্ট্রার রাশিদা আক্তারসহ প্রতিষ্ঠানের দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগ এবং বিচারের দাবিতে এদিন বিক্ষোভ করে সচেতন নার্সিং ও মিডওয়াইফ সমাজ। রাজধানীর বিজয়নগর বিএনএমসি অফিসের সামনে বিক্ষোভ থেকে রেজিস্ট্রারসহ দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দাবির মুখে গতকাল বরখাস্ত করা হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) ঝুলন কুমার দাশকে।
মেয়র রেজাউল করিম চৌধুরীর পিএস হোসেন আওরঙ্গজেব পদত্যাগ করেছেন। গতকাল বিকেলে চসিকের সিইও শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সঙ্গে দেখা করে তাদের বিরুদ্ধে অভিযোগসহ কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতির বিষয়টি তুলে ধরেন ছাত্রনেতারা।
সিইও তৌহিদুল ইসলাম জানান, শিক্ষার্থীদের বিভিন্ন দাবি ও অভিযোগ তদন্তের জন্য প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।
- বিষয় :
- বিটিআরসি