ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

গ্রামীণফোন ও নকিয়া

২৩ লাখ প্রান্তিক নারীকে প্রশিক্ষণ

২৩ লাখ প্রান্তিক নারীকে প্রশিক্ষণ

.প্রান্তিক নারীকে প্রশিক্ষণে গ্রামীণফোন ও নকিয়া

 আইসিটি ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ২৩:২৮ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৪ | ১৮:২৪

সারাদেশের প্রান্তিক অঞ্চলের ২৩ লাখ নারীকে ইন্টারনেট বিষয়ে তথা ডিজিটাল লিটারেসি প্রশিক্ষণ দিয়েছে টেলিযোগাযোগ সেবাদাতা গ্রামীণফোন ও নকিয়া। প্রশিক্ষণটি এখন চলমান।

নারীকেন্দ্রিক প্রশিক্ষণটি (ডিজিটাল লিটারেসি) বছরজুড়ে চলবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। প্রচারণার বিশেষ সহযোগী নকিয়া।

‘জিপি ইন্টারনেটের দুনিয়া সবার’ শিরোনামে বিশেষ প্রচারণাটি প্রান্তিক অঞ্চলের নারীদের ডিজিটাল সাক্ষরতার হার বাড়াতে সহায়ক হবে বলে উদ্যোক্তা সূত্রে জানানো হয়। বিশেষ এ প্রচারণার উদ্বোধন করেন গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান।

জিপি, নকিয়া ও সেলেক্সট্রার প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রচারণাটি পরিচালনা করছে নকিয়া ব্র্যান্ডের বাংলাদেশি বিপণনকারী ও উৎপাদক প্রতিষ্ঠান সেলেক্সট্রা।

টঙ্গীতে সেলেক্সট্রার নিজস্ব কারখানায় এখন তৈরি হচ্ছে নকিয়া ব্র্যান্ডের প্রচলিত সব মডেল।

সারাদেশে ইউনিয়ন পর্যায়ে পরিচালিত প্রচারণায় দেশের প্রান্তিক নারীদের ডিজিটাল লিটারেসি বিষয়ে প্রশিক্ষণ চলছে। প্রশিক্ষণ পাওয়া নারীরা সঠিকভাবে ইন্টারনেট ব্যবহারের গুরুত্ব সম্পর্কে ধারণা পাচ্ছেন। ইন্টারনেটের ভালো-মন্দ, ব্যক্তিজীবনে তার ব্যবহার, ইন্টারনেটে কীভাবে নিরাপদ থাকা যায়– এসব বিষয় তারা হাতে-কলমে শিখতে পারছেন। প্রশিক্ষণ নিলে তারা প্রযুক্তি বিষয়ে পারদর্শী হয়ে উঠতে পারবেন, যা তাদের উদ্যোক্তা হওয়া থেকে শুরু করে জীবনে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে।

গ্রামীণফোন এই প্রচারণার মাধ্যমে এখন পর্যন্ত ১৭টি জেলার ২৩ লাখের বেশি নারীকে ডিজিটাল লিটারেসি প্রশিক্ষণ দিয়েছে।

নকিয়া ব্র্যান্ডের স্মার্টফোনের মধ্যে সি৩২, সি২২ ও সি১২-প্রো মডেল বিশেষ এ প্রচারণায় অন্তর্ভুক্ত। তিনটি মডেলের স্মার্টফোন সুলভ মূল্যে অফারের সঙ্গে ইন্টারনেটের ব্যবহারকে আরও উৎসাহিত করার লক্ষ্যে গ্রামীণফোন ২৬ জিবি ডেটা বান্ডেল (ইন্টারনেট) অফার করছে।

সারাদেশে নারীদের মধ্যে ডিজিটাল সাক্ষরতার হার বাড়াতে ও তাদের মূল অর্থনৈতিক শক্তিতে পরিণত করার লক্ষ্যে দুটি শীর্ষ ব্র্যান্ড কাজ করছে।

আরও পড়ুন

×